ইতালিয়ান ফুটবল আইকন সালভাতোর শিলাচির জাতীয় দলের ফুটবলার হিসেবে কেরিয়ার খুব বেশি লম্বা ছিল না। দেশের হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। ১৯৯০ সালের বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। বুধবার ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন শিলাচি। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। বিগত ১১ দিন ধরে ভরতি ছিলেন হাসপাতালে। শিলাচি দেশের মানুষের কাছে ‘তোতো’ নামে পরিচিত ছিলেন। ১৯৯০ সালে ইতালিতে আয়োজিত ফিফা বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে ছয় গোল করেছিলেন তিনি। সেই সুবাদে ইতালি সেই বছর ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল।
দেশের হয়ে শিলাচি খুব বেশি ম্যাচ খেলেননি অবশ্য। ক্লাব ফুটবলে জুভেন্তাস, ইন্টার মিলানের মতো দলের হয়ে খেলেছিলেন তিনি। ক্লাবস্তরে মোট ৪১৭টি ম্যাচে ১৫৪টি গোল রয়েছে এই ইতালিয়ান স্ট্রাইকারের। জুভেন্তাসের হয়ে ৯০ ম্যাচে ২৬ গোল এবং ইন্টার মিলানের হয়ে ৩০ ম্যাচে ১১ গোল রয়েছে তাঁর। দেশের হয়ে মোট ৭টি গোল রয়েছে শিলাচির। তাঁর মৃত্যুর সংবাদে শোকাহত গোটা ফুটবল দুনিয়া। শিলাচির পুরোনো ক্লাব জুভেন্তাস এবং ইন্টার মিলানের তরফে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, এই সপ্তাহে দেশে আয়োজিত সব ফুটবল ম্যাচগুলোতে শিলাচিকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে।
তিনি বলেন, ‘ইতালিয়ান ফুটবলের মুখ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন শিলাচি। তিনি একজন অসাধারণ ফুটবলার ছিলেন। তাঁর খেলার মধ্যে একটা আলাদাই আবেগ ছিল, যা দর্শকদের আকর্ষণ করত। তিনি ফুটবল প্রেমীদের কাছে অমর হয়ে থাকবেন।’ প্রসঙ্গত, ২০২২ সাল থেকে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বিগত কিছুদিন আগে অবস্থার অবনতি হয়। ভর্তি করা হয় পালেরমোর এক হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘তোতো’। হাসপাতালের ডাক্তারদের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয় বিষয়টি। ইতালিয়ান ফুটবল সংস্থা ও তাঁর পুরোনো ক্লাবের তরফে পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।