বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Salvatore Schillaci: ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো

Salvatore Schillaci: ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো

প্রয়াত ফুটবলার সালভাতোর ‘তোতো’ শিলাচি। (AFP)

ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন ইতালিয়ান ফুটবলার সালভাতোর ‘তোতো’ শিলাচি। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পালেরমোর এক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৯০ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট বিজেতা। 

ইতালিয়ান ফুটবল আইকন সালভাতোর শিলাচির জাতীয় দলের ফুটবলার হিসেবে কেরিয়ার খুব বেশি লম্বা ছিল না। দেশের হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। ১৯৯০ সালের বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। বুধবার ৫৯ বছর বয়সে প্রয়াত হলেন শিলাচি। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। বিগত ১১ দিন ধরে ভরতি ছিলেন হাসপাতালে। শিলাচি দেশের মানুষের কাছে ‘তোতো’ নামে পরিচিত ছিলেন। ১৯৯০ সালে ইতালিতে আয়োজিত ফিফা বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে ছয় গোল করেছিলেন তিনি। সেই সুবাদে ইতালি সেই বছর ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছিল।

দেশের হয়ে শিলাচি খুব বেশি ম্যাচ খেলেননি অবশ্য। ক্লাব ফুটবলে জুভেন্তাস, ইন্টার মিলানের মতো দলের হয়ে খেলেছিলেন তিনি। ক্লাবস্তরে মোট ৪১৭টি ম্যাচে ১৫৪টি গোল রয়েছে এই ইতালিয়ান স্ট্রাইকারের। জুভেন্তাসের হয়ে ৯০ ম্যাচে ২৬ গোল এবং ইন্টার মিলানের হয়ে ৩০ ম্যাচে ১১ গোল রয়েছে তাঁর। দেশের হয়ে মোট ৭টি গোল রয়েছে শিলাচির। তাঁর মৃত্যুর সংবাদে শোকাহত গোটা ফুটবল দুনিয়া। শিলাচির পুরোনো ক্লাব জুভেন্তাস এবং ইন্টার মিলানের তরফে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, এই সপ্তাহে দেশে আয়োজিত সব ফুটবল ম্যাচগুলোতে শিলাচিকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে।

তিনি বলেন, ‘ইতালিয়ান ফুটবলের মুখ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন শিলাচি। তিনি একজন অসাধারণ ফুটবলার ছিলেন। তাঁর খেলার মধ্যে একটা আলাদাই আবেগ ছিল, যা দর্শকদের আকর্ষণ করত। তিনি ফুটবল প্রেমীদের কাছে অমর হয়ে থাকবেন।’ প্রসঙ্গত, ২০২২ সাল থেকে কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বিগত কিছুদিন আগে অবস্থার অবনতি হয়। ভর্তি করা হয় পালেরমোর এক হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘তোতো’। হাসপাতালের ডাক্তারদের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয় বিষয়টি। ইতালিয়ান ফুটবল সংস্থা ও তাঁর পুরোনো ক্লাবের তরফে পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মালাইকার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই অবাক করা পোস্ট অর্জুনের! পুজোর আগে বাড়ি গোছানোর তোড়জোড় ? এই টিপসে রুম হয়ে উঠবে আরও সুন্দর পুজোর মুখে হকার উচ্ছেদে নামল পুলিশ, পাশে দাঁড়ালেন স্থায়ী দোকানদাররা ‘‌দুর্গাপুজোয় কোথাও কোনও বাধা সৃষ্টি হবে না’‌, কড়া নিরাপত্তার তথ্য দিলেন নগরপাল শতরান হাতছাড়া জুরেলের, ২০০-র দোরগোড়ায় আউট ঈশ্বরন, ইরানিতে ৩৭ বলে ৫০ পৃথ্বীর কাঁটাতারে আটকায়নি পুজোর সৌহার্দ্য, মালদার এই পুজো আজও দুই বাংলার নবরাত্রির সূচনায় হাসপাতালে ভর্তি মাহি! চিকুনগুনিয়া-য় আক্রান্ত জয় ভানুশালি-পত্নী ‘পুরোনো সেই দিনের কথা’ বলছে সুরুচি সংঘ, মুখ্যমন্ত্রীর থিম সংয়েও ‘পুরাতনী’ ছোঁয়া শিল্পা শিন্ডেকে চ্যালেঞ্জ, এই বয়সেও ডুব সাঁতারে তাক লাগালেন জ্যাকি শ্রফ প্রতিবাদ মিছিলে পেলেন উৎসবের উপহার, লেখা 'মেরুদণ্ড বিক্রি নেই', ঊষসী বলছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.