বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লাল হলুদের ঘরের ছেলে সামাদ আলি মল্লিক এবার নতুন ঠিকানায়

লাল হলুদের ঘরের ছেলে সামাদ আলি মল্লিক এবার নতুন ঠিকানায়

সামাদ আলি মল্লিক এবার নতুন জার্সিতে মাঠে নামবেন (ছবি:ইনস্টাগ্রাম)

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে শ্রীনিধি ডেকান এফসি।

একদিকে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান, অন্যদিকে লাল হলুদ সমর্থকরা এখনও বুঝতে পারছেন না তাদের প্রিয় দল ভবিষ্যতে কী করতে চলেছে। এখনও লগ্নিকারী সংস্থা ও ক্লাব কর্তাদের মধ্যে চুক্তি বিতর্কের কোনও মীমাংসা হয়নি। ফলে আগামীতে কী হতে চলেছে তা নিয়ে সকলেই ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই কারণেই দল বদলের বাজারে এক এক করে বহু ফুটবলারকেই হাতছাড়া করেছে এসসি ইস্টবেঙ্গল। এবার সেই তালিকায় যুক্ত লাল হলুদের ঘরের ছেলে সামাদ আলি মল্লিকের নাম।   

লাল হলুদের ঘরের ছেলে ছিলেন তিনি। একটা সময় দলের নেতৃত্বও ছিল তাঁর কাঁধেই। সেই সামাদ আলি মল্লিকই আগেই লাল হলুদ জার্সি ছেড়ে অন্য দলের জার্সি গায়ে তুলেছিলেন। বলা ভাল নিজের পুরানো ঘর ছেড়ে আগেই নতুন ঘর চলে গিয়েছিলেন বঙ্গতনয় সামাদ আলি মল্লিক। তারকা এই উইংব্যাক রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির ছেড়ে লাল হলুদে না ফিরে এবার যোগ দিলেন আইলিগের নতুন দল শ্রীনিধি এফসিতে। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে শ্রীনিধি ডেকান এফসি।

২৬ বছরের এই বাঙালি ফুটবলার ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ পাঁচ বছর লাল-হলুদের হয়ে খেলেছিলেন। ২০১৫ মরশুম থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত ইস্টবেঙ্গেলই খেলেছিলেন ২৬ বছরের এই তারকা ফুটবলার। তবে এরপরে অবশ্য ২০২১ সালের জানুয়ারি মাসেই রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে নাম লিখিয়েছিলেন সামাদ।

গত আইলিগে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির হয়ে আট ম্যাচ খেলেছেন সামাদ, এক গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে এসসি ইস্টবেঙ্গলের হয়ে গত আইএসএলে একটিও ম্যাচ সু্যোগ পাননি তিনি। ফলে সামাদের কাছে বড় চ্যালেঞ্জ হবে শ্রীনিধির হয়ে নিজের সেরাটা দেওয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আয়কর নোটিশ পেলেন TCS-র কর্মীরা! দিতে হতে পারে ১.৫ লাখ টাকাও, কী বলল সংস্থা? ‘আরও জোরে বৃষ্টি হোক, আমার দিদির বিচার হোক’! দেখুন স্বাস্থ্যভবনের সামনের অবস্থা ISL-এ নামার আগে স্বস্তি!আনোয়ার মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের!জানালেন বাজাজ অকালে চলে গিয়েছেন যাঁরা, তাঁদের জন্য কোন তিথিতে করা হয় পিতৃশ্রাদ্ধ? জানুন বিশদে কলকাতায় ম্যাঞ্চেস্টার সিটির স্কুল! এবার খুদে ফুটবলারদের পাঠ দেবে হালান্ডের ক্লাব চেন্নাইয়ে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া! গম্ভীরের ক্লাসে অমনোযোগী কোহলি একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা রাজ্যের উপর আস্থা নেই, দাবি পূরণে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে কী লিখলেন চিকিৎসকরা? We Want Justice ব্যানারের সামনে চটুল গানে নাচছে স্বল্পবসনা নারী, শেয়ার শ্রীলেখার ময়দানে আপাতত গাছ কাটতে পারবে না RVNL, বলল সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে মেট্রোর কাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.