Saudi Arabian footballer Fahad Al-Muwallad hospitalized: গুরুতর আহত হলেন সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার ফাহাদ আল-মুয়াল্লাদ। দুবাইয়ের এক অ্যাপার্টমেন্টে থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ফাহাদ আল-মুয়াল্লাদ। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট রাখা হয়েছে। আল শাবাব ক্লাবের পক্ষ থেকে দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সি আল-মুয়াল্লাদ দুবাইয়ে অবস্থিত ভবনটির দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। ঘটনার তদন্তে নেমেছে দুবাই পুলিশ।
আরও পড়ুন… বিরাট কোহলির মত কি এবার অধিনায়কত্ব ছেড়ে দেবেন বাবর আজম? ইউনিস খানের বক্তব্যের পরেই উঠছে প্রশ্ন
সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদে কেরিয়ার শুরু করা আল-মুয়াল্লাদ ২০২২ সালে আল-শাবাবে যোগ দেন ফাহাদ আল-মুয়াল্লাদ। এর মাঝে ২০১৮ সালে লোনে স্প্যানিশ ক্লাব লেভান্তের হয়েও খেলেছেন। একই বছর রাশিয়ায় বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে সৌদি আরবের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন আল-মুয়াল্লাদ।
আরও পড়ুন… দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- বড় দাবি করলেন আকাশ চোপড়া
সৌদি আরবের হয়ে ৭৮টি ম্যাচ খেলেছেন ফাহাদ আল-মুয়াল্লাদ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সৌদি আরব দলে ছিলেন, ২০২২ বিশ্বকাপে প্রথমে স্কোয়াডে রাখা হলেও পরে ডোপিংয়ের অভিযোগ ওঠায় তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে সেই ফাহাদ আল-মুয়াল্লাদ সংবাদের শিরোনামে এসেছেন এক দুর্ঘটনার কারণে। দুবাইয়ে নিজ অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে যান তিনি। তবে এতটাই বেগতিক অবস্থা ছিল যে ৩০ বছর বয়সি আল মুয়াল্লাদের যে, তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সৌদি ফুটবল ফেডারেশন তাঁর দুর্ঘটনার কথা জানালেও তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কোনও আপডেট দেয়নি। দুবাই পুলিশ বিবৃতিতে জানিয়েছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন… ধারাভাষ্য করে বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট Commentator-দের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া
আল-মুয়াল্লাদের অ্যাপার্টমেন্টটি ওই ভবনের তৃতীয় তলায় অবস্থিত। ঘটনাটা ঘটেছে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে। সে সময়ে ফ্ল্যাটে আল-মুয়াল্লাদ একাই ছিলেন। তাঁর যে বন্ধুরা ঘরে গিয়েছিলেন, তাঁরা ঘটনার ঘণ্টা তিনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। আপাতত ঘটনার কারণ খুঁজতে তাঁর ও আশপাশের ঘর এবং রাস্তায় সিসিটিভি ফুটেজের খোঁজ করছেন তদন্তকারী কর্মকর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।