বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মুম্বইয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো এক বিদেশি নিয়েই খেলতে হবে SC EB-কে

মুম্বইয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো এক বিদেশি নিয়েই খেলতে হবে SC EB-কে

রেনেডি সিং।

চোট-আঘাত সমস্যায় জেরবার এসসি ইস্টবেঙ্গল। দল গড়তে গিয়ে সমস্যায় পড়েছেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং।

গত দুই ম্যাচে দল উন্নত ফুটবল খেলায় খুশি এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং। কিন্তু তাঁর চিন্তা চোট আঘাত নিয়ে। শুক্রবার হয়তো একজন বিদেশি ফুটবলার নিয়ে তাদের মাঠে নামতে হবে শক্তিশালী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। তবে দলের দেশীয় ফুটবলারদের ওপরই ভরসা রাখছেন রেনেডি। তাঁর বিশ্বাস, ওঁরা নিজেদের সেরাটা দিলে ম্যাচটা মুম্বইয়ের পক্ষে সোজা হবে না। 

শুক্রবার মুম্বই সিটি এফসি-র মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন রেনেডি সিং, জেনে নেওয়া যাক।

লাল-হলুদের ডিফেন্স এখনও তেমন শক্তপোক্ত নয়। মুম্বই সিটি এফসি-র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কী ভাবে লড়বেন?

গত ম্যাচের আগে যে রকম বলেছিলাম, হায়দরাবাদের বিরুদ্ধে আমরা যা খেলেছি, তাতে আমরা উপলব্ধি করতে পারি যে, হ্যাঁ, আমরাও ভাল খেলতে পারি। গত ম্যাচে দলের ছেলেরা যে রকম খেলেছে, ডিফেন্ড করেছে, তা আমার খুব ভাল লেগেছে। একটাই সমস্যা, যখন আমাদের পায়ে বল আসছে, আমাদের আরও একটু আত্মবিশ্বাসী হতে হবে। এটা নিয়েই এখন কাজ করছি আমরা সবাই। মুম্বই লিগের অন্যতম সেরা অ্যাটাকিং সাইড। ওরা গত কয়েকটা মরশুমে কী করেছে, তা আমরা খুব ভাল করেই জানি। সত্যিই ভাল দল ওরা। আমাদের এই ম্যাচে ওদের কাজটা কঠিন করে তুলতে হবে। ওদের যদি আমরা ওদের মতো খেলতে দিই, তা হলে তার শাস্তি আমাদের পেতে হবে। আমাদের দল হিসেবে খেলতে হবে। আক্রমণে যেমন একসঙ্গে উঠতে হবে, তেমনই রক্ষণেও একসঙ্গে থাকতে হবে। আশা করি, কাল ভাল ম্যাচ হবে। আমরা হয়তে একজন-দু’জনের বেশি বিদেশি ফুটবলার পাব না। আমাদের দেশের ছেলেদের মধ্যে যারাই খেলুক, তারা আশা করি একশো শতাংশ দেবে।

ইগর অ্যাঙ্গুলো ও মুর্তাদা ফলকে আটকানোর কী পরিকল্পনা রয়েছে?

অ্যাঙ্গুলো, ফল, জাহু— এরা প্রত্যেকেই ভাল ভাল ফুটবলার। বিপিন, মাউইয়া ওরা প্রত্যেকেই ভাল। তবে ওদের নিয়ে বেশি ভাবার চেয়ে আমাদের নিজেদের নিয়ে বেশি ভাবাই ভাল। ওদের কী করে আটকাব, কী ভাবে নিজেদের গোল বাঁচাব, এগুলোই ভাবতে হবে আমাদের। মুম্বইয়ের বিরুদ্ধে আমরা যদি ঠিকমতো খেলত পারি, যদি ঠিকমতো কর্তব্য পালন করতে পারি আমরা, তা হলে ওদের পক্ষেও কাজটা কঠিন হয়ে উঠতে পারে।

ইনজুরি আপডেট কী?

এটাই আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা। আগের দিনও দেখেছি, তিন খেলোয়াড়কে বাইরে রেখে মাঠে নেমেছিলাম আমরা। আমাদের অন্যতম সেরা অ্যাটাকার আন্তোনিও পেরোসেভিচ পাঁচ ম্যাচের সাসপেনশনে আছে। ফুটবলে এগুলো হয়। তবে মাত্র একজন বিদেশি নিয়ে অন্য দলের চার সেরা বিদেশি খেলোয়াড়ের সঙ্গে পেরে ওঠা কঠিন। তাই গত ম্যাচে ওদের পারফরম্যান্স নিয়ে গর্ব হচ্ছিল। আমরা সাধারণত, টমি ও চিমাকে নিয়ে শুরু করছি। দ্বিতীয়ার্ধে পেশীর চোটের জন্য টমিকে পাইনি। ও দু-তিন সপ্তাহের জন্য বাইরে চলে গিয়েছে। চিমা একাই খেলেছে। দেখে ভাল লাগে যে চিমা দলের জন্য খেলছে। এই রকমের চোট সমস্যা থাকা সত্ত্বেও যারা কাল মাঠে থাকবে, তারাই একশো শতাংশ দেবে।

দলের ছেলেরা ভাল খেলতে শুরু করেছেন। এই মানসিকতার নেপথ্যে দলের বিশেষ কেউ আছেন কি?

আমি এই তিনটি ম্যাচের জন্য দায়িত্ব নেওয়ার আগে বলেছিলাম আমি দলের শেপ নিয়ে কাজ করব। আক্রমণে ওঠার সময় শেপ ও ডিফেন্ড করার সময় দলের কাঠামোটা ঠিক রাখা দরকার। আমি যেটা চেয়েছিলাম, সেটাই করেছে ছেলেরা। একটু আগে যা বললাম, বল পায়ে আমাদের আরও একটু আত্মবিশ্বাসী হতে হবে। এটুকুই উন্নতি দরকার আমাদের। যদিও এটা সোজা নয়। বিশেষ করে মুম্বইয়ের মতো দলের সঙ্গে। তবে জীবনে অনেক ঝুঁকিই নিতে হয় ও সে জন্য লড়াই করতে হয়।

মুম্বই ম্যাচে কী পরিকল্পনা থাকবে?

শুধু মুম্বই ম্যাচের ওপর মনোনিবেশ করছি আমরা। কী ভাবে দল হিসেবে খেলব, আক্রমণে উঠব, ঘর বাঁচাব এ সব নিয়েই বেশি ভাবছি এখন। কঠিন ম্যাচ। তবে লড়াই করলে অসম্ভব নয়।

চলতি লিগে গোলকিপাররা খুব একটা ভাল করতে পারছেন না কেন?

সত্যিই ওদের কঠিন সময় চলছে। আসলে গোল খাওয়ার পরে দেখতে হয়, কোথা থেকে গোলটা হল। আমাদের ফরোয়ার্ডরাই আমাদের এক নম্বর ডিফেন্ডার হয়ে ওঠে। আর প্রথম অ্যাটাকারই হল গোলকিপার হয়। তা হলে শুধু গোলকিপার নয়, অ্যাটাকারদের নিয়েও অভিযোগ তোলা উচিত। যখন আমরা গোল খাই তখন আমরা গোলকিপারকেই দোষী সাব্যস্ত করি বটে, কিন্তু অ্যাটাকারদেরও দায়িত্ব আছে। ওরা যদি ভাল ভাবে রক্ষণের কাজটা করে তা হলে গোলকিপারের কাজটা সোজা হয়ে যায়। আক্রমণ শুরু করে গোলকিপারই। তাই শুধু স্ট্রাইকারদেরও দোষ দেওয়া উচিত না। তাই দোষ থাকলে, সেটা পুরো দলের। এটা হয়েই থাকে। তবে আশা করি, গোলকিপাররা আরও ভাল খেলবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বধূবরণের পর শাশুড়ির কোলে বসলেন, খাইয়েও দিলেন শ্বেতা! কাণ্ড দেখে কী করলেন রুবেল? DA মামলায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের! ২ দিন পরই শুরু, আবারও শুনানি কবে? চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে,অভিষেকের সেবাশ্রয় নিয়ে প্রশ্ন TMCর বড় নেতার রোহিত-কোহলি নেই, বুমরাহ আছেন, ICC-র বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, ক্যাপ্টেন কে? বালি ব্রিজের একদিক বন্ধ, ভোগান্তির একশেষ! কাজ নিয়ে বড় আপডেট রেলকর্তার চা বিক্রেতার ‘আগুন আগুন’ চিৎকারেই ছড়ায় গুজব? জলগাঁও ট্রেন দুর্ঘটনা ঘটল কীভাবে? মেয়ের জন্মদিনে স্বস্তিকার পোস্ট, ‘সারাজীবন এই বোচকা…’, অন্বেষাও কি আসবেন অভিনয়ে? বৃদ্ধার নলিকাটা দেহ উদ্ধার কাঁচরাপাড়ায়, রক্তে ভেসে যাচ্ছে ঘর, খুনের কারণ কী?‌ সংক্রমিত স্যালাইনে ফের প্রসূতি মৃত্যুর অভিযোগ, এবার উত্তরবঙ্গ মেডিক্যালে থাইরয়েড থেকে ব্যাড কোলেস্টেরল, ৫ বড় রোগের সমাধান বাদাম

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.