বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > SC EB vs CFC: শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েও, দ্বিতীয়ার্ধে ড্র করে দশে উঠে এল লাল-হলুদ
চেন্নাইয়িনের বিরুদ্ধে ২-২ ড্র করল এসসি ইস্টবেঙ্গল।

SC EB vs CFC: শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েও, দ্বিতীয়ার্ধে ড্র করে দশে উঠে এল লাল-হলুদ

এসসি ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। এখন তাদের কাছে শুধুই সম্মান রক্ষার লড়াই। লাল-হলুদ ব্রিগেড বুধবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে যে ভাবে লড়াই করল, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। সেই সঙ্গে ম্যাচ ড্র হওয়ায় চেন্নাইয়িনের আর প্রথম চারে জায়গা করে নেওয়া হল না। ছয়ে জায়গা পেল চেন্নাইয়ের টিম। আর দশে উঠে এল এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের ডার্বিতে লজ্জার হারের পর অবশ্য চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করল এসসি ইস্টবেঙ্গল। ডার্বি সহ পরপর দুই ম্যাচে বিশ্রি ভাবে হারের পর বুধবার অসাধারণ লড়াই করল মারিয়ো রিভেরার টিম। প্রথমার্ধে ০-২ পিছিয়ে পড়ে তারা দ্বিতীয়ার্ধে ২-২ করে ম্যাচ ড্র করল। যদিও চেন্নাই ম্যাচ ধরলে শেষ তিন ম্যাচে তারা মাত্র ৩ গোল করে ৯ গোল খেয়েছে, তবে এ দিন লাল-হলুদ ব্রিগেড যে লড়াইটা করল, তাতে নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেল।

02 Feb 2022, 09:30:45 PM IST

২ গোলে পিছিয়ে পড়েও ড্র করল এসসি ইস্টবেঙ্গল

প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েছিল এসসি ইস্টবেঙ্গল। একটি গোল আত্মঘাতী করেন হীরা মণ্ডল। দ্বিতীয় গোলটিও হয় হীরার মিস পাস থেকে। চেন্নাইয়িনের মিতেই দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধে বেশ নড়ব় করছিল।কিন্তু সেই দলটিই দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। জড়তা কাটিয়ে আক্রমণের গতি বাড়ায়। যার ফল তারা হাতেনাতে পায়। প্রথমে ফ্রি-কিক থেকে সিডোয়েলের দুরন্ত গোলে ব্যবধান কমায় লাল-হলুদ। দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্দের ইনজুরি টাইমে করেন ৭৭ মিনিটে পরিবর্তে নামা লালরিনলিয়ানা নামতে। বেশ কিছু ভালো সুযোগ দ্বিতীয়ার্দে তৈরি করেছিল লাল-হলুদ। কিন্তু সুযোগগুলো কাজে লাগেনি। তা না হলে হয়তো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত এসসি ইস্টবেঙ্গল।

02 Feb 2022, 09:23:16 PM IST

৯০+ মিনিট: ২-২ করে ফেলল এসসি ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধে বারবার সমতা ফেরানোর চেষ্টা করেছে এসসি ইস্টবেঙ্গল। প্রথমে সিডোয়েলের দুরন্ত গোল। তার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কর্নার থেকে আসা বল লক্ষ্য করে শরীর ভাসিয়ে হেডে দুরন্ত গোল করে সমতা ফেরান নামতে। ২ গোলে পিছিয়ে থাকার পরে দুরন্ত লড়াই লাল-হলুদের।

02 Feb 2022, 09:15:04 PM IST

৮৬ মিনিট: জোড়া পরিবর্তন লাল-হলুদের

হীরা মণ্ডলের জায়গায় নামলেন মহম্মদ রফিক। এবং আদিল খানের জায়গায় নামলেন রাজু গায়কোয়াড়।

02 Feb 2022, 09:13:09 PM IST

৮১ মিনিট: প্লেয়ার পরিবর্তন

এ দিন চেন্নাইয়িনের ভাল্কসিচ সে ভাবে নজর কাড়তে পারেননি। তাঁর জায়গায় নামলেন লুকাস।

02 Feb 2022, 09:10:36 PM IST

৭৭ মিনিট: জোড়া পরিবর্তন লাল-হলুদের

পেরোসেভিচের জায়গায় নামলেন ফ্রান্সিসকো জোস সোতা। আর সৌরভ দাসের জায়গায় নামলেন লালরিনলিয়ানা নামতে।

02 Feb 2022, 09:05:55 PM IST

৭৫ মিনিট: ১-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

সমতা ফেরানোর জন্য লড়াই চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এখনও পর্যন্ত ১-২ পিছিয়ে রয়েছে। পারবে কি এসসি ইস্টবেঙ্গল সমতা ফেরাতে?

02 Feb 2022, 09:05:21 PM IST

৬৬ মিনিট: প্লেয়ার পরিবর্তন

এসসি ইস্টবেঙ্গলের অমরজিৎ কিয়ামের জায়গায় নামলেন হুইদ্রোম সিং।চেন্নাইয়িনের মিতাইয়ের জায়গায় আগেই নেমেছেন রিগান সিং। আর সুশীল পাশার জায়গায় নেমেছেন মিরলান। কোমানের জায়গায় নামলেন এডউইন।

02 Feb 2022, 08:52:31 PM IST

৬১ মিনিট: ১-২ করে ফেলল এসসি ইস্টবেঙ্গল

পেনাল্টি বক্সের ঠিক বাইরে জার্মানপ্রীত সিং ফাউল করে বসেন আদিল খানকে। ফ্রি-কিক পায় এসসি ইস্টবেঙ্গল। ফ্রি-কিক থেকে দূরপাল্লার দুরন্ত শট নেন ড্যারেন সিডোয়েল। কাউকে কোন সুযোগ না দিয়ে শটটি সোজা জালে জড়ায়। সিডোয়েলের দুরন্ত গোলে ১-২ করল এসসি ইস্টবেঙ্গল।

02 Feb 2022, 08:44:12 PM IST

৫৫ মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট খেলা হয়ে গিয়েছে। চেষ্টা করেও কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। বরং চেন্নাইয়িন এফসি এই ম্যাচ জিতলে লিগ তালিকার ৮ নম্বর থেকে একেবারে তিনে উঠে আসবে।

02 Feb 2022, 08:34:59 PM IST

৪৬ মিনিট: প্লেয়ার পরিবর্তন

চেন্নাইয়িনের সাজিদ ধুতকে তুলে নামানো হল জার্মানপ্রীত সিং-কে।

02 Feb 2022, 08:33:54 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

০-২ পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামল এসসি ইস্টবেঙ্গল। মানসিক ভাবে তারা পিছিয়ে রয়েছে। এ দিকে চেন্নাইয়িন এফসি কিন্তু বেশ চনমনে।

02 Feb 2022, 08:22:13 PM IST

প্রথমার্ধের খেলা শেষ: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

এসসি ইস্টবেঙ্গল ছন্দে না থাকলেও, বিশেষজ্ঞরা হীরা মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। সেই হীরাই আজ চেন্নাইয়িন ম্যাচে ভিলেন হয়ে গেল। প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় চেন্নাইয়িন। সেই গোল দু'টিই হয়েছে হীরার জন্য। প্রথম গোলটি তাঁর আত্মঘাতী। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে হীরা মিস পাস করেন, আর সেই বল ধরেই ০-২ করেন নিংথই মিতেই।

02 Feb 2022, 08:17:49 PM IST

৪৫ মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল।

02 Feb 2022, 08:12:51 PM IST

৪০মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

ফ্রি-কিক, কর্নারের মাধ্যমে সামান্য চাপ তৈরি করার চেষ্টা করেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু কোনও লাভ হয়নি। গোলের মুখ তারা খুলতে পারেনি। ০-২ পিছিয়ে রয়েছে মারিয়ো রিভেরার টিম।

02 Feb 2022, 08:11:10 PM IST

৩৮ মিনিট: হলুদ কার্ড

বাজে ভাবে ফাউল করে হলুদ কার্ড দেখলেন চেন্নাইয়িনের সাজিদ ধুত। ফ্রি-কিক পায় লাল-হলুদ। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

02 Feb 2022, 08:02:08 PM IST

৩০মিনিট: ০-২ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

লাল-হলুদের রক্ষণের হাল এই বছর একেবারেই জঘন্য। শেষ দু'ম্যাচে তারা ১ গোল করে ৭ গোল খেয়েছে। চেন্নাইয়িন ম্যাচেও একই ধারা অব্যাহত। তারা ১৫ মিনিটের মধ্যেই দু'গোল হজম করে বসে রয়েছে। আক্রমণে তারা উঠবে কী, রক্ষণ আর মাঝমাঠ নিয়েই তারা নাজেহাল। চেন্নাইয়ের আক্রমণ আটকাতে কার্যত এসসি ইস্টবেঙ্গল থরথর করে কাঁপছে।

02 Feb 2022, 07:49:40 PM IST

১৫মিনিট: ০-২ পিছিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল

১৫ মিনিটের মধ্যে ২ গোল করে ফেলল চেন্নাইয়িন। আর দু'গোলের জন্য দায়ী এসসি ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল। প্রথম গোলটি তাঁর আত্মঘাতী। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে হীরা মিস পাস করেন, আর সেই বল ধরেই ০-২ করেন নিংথই মিতেই।

02 Feb 2022, 07:42:48 PM IST

১১ মিনিট: হলুদ কার্ড

ফাউল করে এসসি ইস্টবেঙ্গলের হীরা মণ্ডল হলুদ কার্ড দেখলেন।

02 Feb 2022, 07:41:03 PM IST

১০ মিনিট: ০-১ পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল

ম্যাচের ১০ মিনিট হয়ে গিয়েছে। কিন্তু গোলশোধ করতে পারেনি লাল-হলুদ। বরং চেন্নাই অনেক বেশি আক্রমণে উঠবে। এনেক পজিটিভ ফুটবল খেলছে। শুরুতে গোল খেয়ে এসসি ইস্টবেঙ্গল কিছুটা নড়বড়ই করছে।

02 Feb 2022, 07:37:28 PM IST

২মিনিট: ০-১ পিছিয়ে পড়ল এসসি ইস্টবেঙ্গল

চেন্নাইয়ের জেরি লালরিজুলার দুরন্ত ক্রস হীরা মণ্ডল ক্লিয়ার করার বদলে, তাঁর পায়ে লেগে জালে জড়িয়ে যায়। শুরুতেই আত্মঘাতী গোলে ০-১ পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। এই গোলের ক্ষেত্রেও লাল-হলুদের রক্ষণের কঙ্কালসার চেহারাটাই আরও একবার প্রকট হয়েছে।  

02 Feb 2022, 07:30:58 PM IST

ম্যাচ শুরু

এসসি ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়িন দুই দলের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

02 Feb 2022, 07:25:03 PM IST

ম্যাচের আগে লাল-হলুদের শেষ মুহূর্তের ওয়ার্ম আপ

02 Feb 2022, 07:09:34 PM IST

দুই দলের প্রথম একাদশ

02 Feb 2022, 07:08:37 PM IST

চেন্নাইয়িন এফসি টিমের হাল

চেন্নাইয়িন এফসি ১৩ ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচ তারা জিতেছে। ৫টি ম্যাচ হেরেছে। ৩টি ড্র করেছে। ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ৮ নম্বরে। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে তারা ৩-০ হেরেছে। স্বভাবতই জয়ে ফেরার জন্য মরিয়া থাকবে চেন্নাইয়ের টিমও।

02 Feb 2022, 07:08:37 PM IST

এসসি ইস্টবেঙ্গল টিমের হাল

আইএসএলে ১৪টি ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে এসসি ইস্টবেঙ্গল। তারা এখনও পর্যন্ত ৭টি ম্যাচেই হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। মাত্র এক ম্যাচে তারা জিতেছে।  লাল-হলুদের পারফরম্যান্স একেবারে তলানিতে। এই মরশুমে আইএসএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ২৮ গোল হজম করতে হয়ে এসসি ইস্টবেঙ্গল ডিফেন্সকে। মারিয়ো রিভেরা দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্য়াচে গোয়ার বিরুদ্ধে জয় এনে দিয়েছিল। এই মরশুমে প্রথম বার আইএসএলের ম্যাচে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু পরের দুই ম্য়াচেই ফের মুখ থুবড়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। শেষ ২ ম্য়াচে ৭ গোল হজম করতে হয়েছে রিভেরার দলকে। হায়দরাবাদের কাছে ৪-০ গোলে এবং ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৬১,৭৭৭-তে অভিভূত FSDL!মোহনবাগান উঠলে ISL ফাইনাল কলকাতায়,নাহলে পুঁচকে মুম্বইয়ে স্তন্যপানের আবদার থেকে বিকিনি পরার প্রস্তাব, শামির চ্যাটের স্ক্রিনশট দিল হাসিন? সন্ধ্যা নামতেই লোডশেডিং কলকাতায়, বড় নির্দেশ মন্ত্রীর, এসি থাকলে জানান! প্রথম দফায় ‘ফার্স্ট’ জলপাইগুড়ি! তবে ৩ আসনেই কমল ভোটদানের হার, কোথায় কত পড়ল? মৃত্যুর হুমকিকে বুড়ো আঙুল! পুলিশের জালে বন্দুকবাজরা, দুবাইতে খোশমেজাজে সলমন মোহনবাগানের জার্সিকে মধ্যমা! সৌরভ ট্রোল্ড হলে পরম নয় কেন? প্রশ্ন মোহনবাগানীদের ১০০ দিনেরও কম বাকি, এখনও অলিম্পিক্সের টিকিট পায়নি কোনও পুরুষ ভারতীয় কুস্তিগীর পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না: শুভেন্দু বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ ইমপ্যাক্ট প্লেয়ারের জন্যই IPL-এ আন্তর্জাতিক মানের ব্যাটিং দেখছেন- ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.