বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > SC EB vs Jamshedpur FC: প্রথমে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে
গোলের পর লাল-হলুদের উচ্ছ্বাস।

SC EB vs Jamshedpur FC: প্রথমে এগিয়ে গিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে

গত বছর ২০টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। ন'টি ম্যাচ হেরেছিল। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছিল। এ বারও তারা জামশেদপুরের বিরুদ্ধে ড্র দিয়েই শুরু করল। রবিবার সে ভাবে নজরই কাড়তে পারল না লাল-হলুদ।

প্রথম ম্যাচেই নিরাশ করলেন লাল-হলুদ বাহিনী। জামশেদপুরের বিরুদ্ধে যে ফুটবলটা খেলল তারা, সেটা বড়ই ম্যাড়ম্যাড়ে জৌলুসহীন। অনেকটা পাড়ার ক্লাবের স্তরেই নিজেদের খেলা নামিয়ে আনল তারা। নামীদামী সব ফুটবলার। বড় মঞ্চ। কিন্তু খেলার মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়া গেল না। সেই তুলে বল দেওয়া, রক্ষণ সামলাতে ল্যাজেগোবরে হওয়া, আক্রমণের কোনও ঝাঁজও ছিল না। যার নিট ফল, আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ ড্র করে পয়েন্ট নষ্ট করল এসসি ইস্টবেঙ্গল।

21 Nov 2021, 09:41:47 PM IST

ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এসসি ইস্টবেঙ্গলকে

ভুল স্ট্র্যাটেজির কারণেই কি আটকে যেতে হল ইস্টবেঙ্গলকে? জঘন্য রক্ষণ, দলের মধ্যে বোঝাপড়ার অভাব, প্রথম ম্যাচেই ফুটবলারদের মধ্যে একটি গা-ছাড়া মনোভাব, তার উপর কোচের দল নির্বাচন এবং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন থেকেই গেল। রফিককে উইঙ্গার হিসেবে খেলানোটা কতটা সঠিক সিদ্ধান্ত, সেটা নিয়েও প্রশ্ন থাকছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। তবে এ রকম খেললে ডার্বিতে যে এসসি ইস্টবেঙ্গলের ভরাডুবি হবে, সে কথা স্বীকার করে নেবেন অতি বড় লাল-হলুদ সমর্থকও। জামশেদপুর এফসি বরং বিরতির পর বেশ ভালো খেলল। নজরও কাড়ল।

21 Nov 2021, 09:23:16 PM IST

জামশেদপুরের পরিবর্তন

৭২ মিনিট: ভাল্সকিসের জায়গায় নামলেন জর্ডন মারে।৭৬ মিনিট: নরেন্দর এবং স্টুয়ার্ট নামলেন লেন এবং সাবিয়ার পরিবর্তে।

21 Nov 2021, 09:12:18 PM IST

৭১ মিনিট: লাল-হলুদের পরিবর্তন

অমরজিৎ সিং নামেন আঙ্গুসানা ওয়াংহেংবাম বদলে।

21 Nov 2021, 09:04:28 PM IST

৬৫ মিনিট: বল পজেশনে এগিয়ে জামশেদপুর

ম্যাচের ৬৫ মিনিট হয়ে গেল। লাল-হলুদের সে ভাবে আক্রমণাত্মক মানসিকতা দেখা গেল না। বরং গোলের জন্য ছটফট করছে জামশেদপুর। বেশ সংগঠিত ফুটবল খেলছে তারা। বল পজেশনেও এগিয়ে রয়েছে জামশেদপুর। যখন লাল-হলুদের বল পজেশন ৪১ শতাংশ। তখন জামশেদপুরের বল পজেশন ৫৯ শতাংশ।

21 Nov 2021, 09:01:05 PM IST

৬০ মিনিট: জোড়া পরিবর্তন লাল-হলুদের

চিমা আজ ছন্দে ছিলেন না একেবারেই। তাই তাঁকে তুলে ফেলা হল। সঙ্গে লালরিনলিয়ানা হামতেকেও তুলে ফেলা হল। বদলে নামলেন জ্যাকিচাঁদ সিং এবং আমির ডেরভিসেভিচ।

21 Nov 2021, 08:46:27 PM IST

৪৭ মিনিট: থাটালের শট বাঁচালেন অরিন্দম

থাটালের দুরন্ত গোলমুখী শট বাঁচিয়ে দেন অরিন্দম ভট্টাচার্য। অসাধারণ সেভ করেন লাল-হলুদ কিপার।

21 Nov 2021, 08:40:53 PM IST

দ্বিতীয়ার্ধের শুরুতে জামশেদপুর এফসি-র দু'টি পরিবর্তন

প্রণয় হালদার এবং বরিসের বদলে নামলেন ইশান পণ্ডিতা এবং কোমল থাটাল।

21 Nov 2021, 08:30:38 PM IST

বিরতিতে খেলার ফল ১-১

ইস্টবেঙ্গলের সমস্যা এ বারও সেই রক্ষণ। গত বার রক্ষণের কারণেই ডুবতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। এ বারও সেই সমস্যা কিন্তু প্রথম ম্যাচের প্রথমার্ধে বেশ প্রকটই ছিল। যে কারণে বিরতির আগেই জামশেদপুর গোল শোধ করে দেয়। দ্বিতীয়ার্দে যদি রক্ষণে কোনও উন্নতি না হয়, তা হলে কিন্তু লাল-হলুদকেই চাপে পড়তে হবে।

21 Nov 2021, 08:26:20 PM IST

১-১ করল জামশেদপুর

কর্নার থেকে গোল করে সমতা ফেরালেন জামশেদপুরের অধিনায়ক পিটার হার্টলে। রক্ষণের যে ফাঁক তৈরি হচ্ছে, সেটাকে কাজে লাগিয়েই কিন্তু সমতা ফেরান হার্টলে।

21 Nov 2021, 08:09:47 PM IST

অফসাইডের কারণে বাতিল গোল

কর্নার থেকে অসাধারণ ভলিতে বল জালে জড়িয়েছিলেন মার্সেলা। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে গেল। না হলে কিন্তু বিরতির আগে ২-০ এগিয়ে যেত এসসি ইস্টবেঙ্গল।

21 Nov 2021, 07:55:33 PM IST

১৭ মিনিট: ১-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল

লাল-হলুদের কর্নার থেকে আসা শটটি বাঁচান রেহেনেশ। কিন্তু বলটি পুরো ক্লিয়ার করতে পারেননি। পেরেসোভিচ বলটি ধরে গোল করার চেষ্টা করেন। কিন্তু জটলার মধ্যে থেকে শটটি যায় প্রসের কাছে। অসাধারণ ব্যাক ভলিতে বলটি জালে জড়ান ফ্রাঞ্জো প্রস। তবে প্রসের শট জামশেদপুরের প্লেয়ারের গায়ে লেগে বল জালে জড়ায়। জামশেদপুরের ভাল্সকিসের গায়ে লেগে বলটি গোলে ঢোকে। ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে গোলটি আপাতত ফ্র্যাঞ্জো প্রসকেইদেওয়া হয়েছে।

21 Nov 2021, 07:45:06 PM IST

১০ মিনিট: ফল এখনও গোলশূন্য

ম্যাচের দশ মিনিট হয়ে গেল। উল্লেখযোগ্য কিছু এখনও ঘটেনি। লাল-হলুদের খেলায় নতুনত্বও কিছু খুঁজে পাওয়া যায়নি। সেই তুলে তুলে বল খেলা। সংগঠিত আক্রমণ এখনও চোখে পড়েনি।

21 Nov 2021, 07:42:11 PM IST

খেলা শুরু

ইস্টবেঙ্গলের ককাছে এই ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। এসসি ইস্টবেঙ্গল চেষ্টা করছে। দেখা কী হয়!

21 Nov 2021, 07:28:11 PM IST

দুই দলের প্রথম একাদশ:

21 Nov 2021, 07:25:38 PM IST

ম্যাচের আগে লাল-হলুদের ওয়ার্ম আপ

21 Nov 2021, 07:25:38 PM IST

জামশেদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের আগের ফলাফল

এখনও পর্যন্ত এই দুই দল দু'বার মুখোমুখি হয়েছে। ১-০ ফলে কিন্তু এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। অন্য ম্যাচটি ২-১-এ জিতেছে এসসি ইস্টবেঙ্গল।

21 Nov 2021, 07:25:39 PM IST

গত বারের লাল-হলুদের ব্যর্থতা

গত বছর প্রথম বার আইএসএল খেলেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম বছরেই হতাশ করেছিল তারা। এ বারও শুরুতেই ক্লাব এবং বিনিয়োগকারীদের মধ্যে ঝামেলার জেরে এসসি ইস্টবেঙ্গলের আইএসএল খেলাটা প্রায় বন্ধই হয়ে যেতে বসেছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কোনও মতে শেষ পর্যন্ত টিম গড়ে লাল-হলুদ ব্রিগেড।গত বছর ২০টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। ন'টি ম্যাচ হেরেছিল। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছিল। এ বার অবশ্য সেই ফলের পুনরাবৃত্তি কোনও ভাবেই চায় না তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.