আইএসএলের প্রথম লেগে ওড়িশা এফসির বিরুদ্ধে ৪-৬ গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। ফিরতি লেগে ১-২ গোলে হারল লাল হলুদ ব্রিগেড।
আট থেকে ছয়ে উঠল ওড়িশা, ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল
১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দশম স্থানে রয়েগেল লাল-হলুদ ব্রিগেড। ওড়িশা আবার ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৬ নম্বরে উঠে গেল।
১-২ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল
হার্নান্ডেজ-জোনাথাসের যুগলবন্দিতে এসসি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল ওড়িশা এফসি। ম্যাচের সেরা হাবি হার্নান্ডেজ। তবে এদিন দুরন্ত ফুটবল খেলেছেন হীরা মণ্ডল।
কার্ড দেখলেন পানওয়ার
সময় নষ্ট করা এবং রেফারির সঙ্গে তর্ক করার জন্য কার্ড দেখলেন ওড়িশা এফসির ফুটবলার পানওয়ার।
গোল লাইন সেভ করলেন হীরা
নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন হীরা মণ্ডল। সুপার গোল লাইন সেভ করলেন এসসি ইস্টবেঙ্গলের হীরা। এই গোলটি হলে ম্যাচের ফল ৩-১ হয়ে যেত, কিন্তু হীরার জন্য ম্যাচের ফল এখনও ২-১ রয়েছে।
ফুটবালর বদল করল এসসি ইস্টবেঙ্গল
মহেশের জায়াগায় মাঠে এলেন মহম্মদ রাফিক। কেন রফিক এতক্ষণ পরে নামলেন তা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তনরা।
ফের এগিয়ে গেল ওড়িশা
এবার জোনাথাসের পাস থেকে অসাধারণ গোল করলেন হার্নান্ডেজ। ফের এগিয়ে গেল ওড়িশা।
শঙ্করের দারুণ আউটিং
ম্যাচের ৭২ মিনিটে, জোনাথাসের মাথার উপর দিয়ে বলকে বাইরে করলেন শঙ্কর।
ম্যাচে একসঙ্গে তিনটে পরিবর্তন করেই কি এই সাফল্য
ম্যাচের ৬২ মিনিটে দলে তিনটে পরিবর্তন করেছিলেন মারিও। রাজু গায়কোয়াড়, অমরজিৎ সিং ও ফ্রান্সিসকো সোটা মাঠে এসে ছিলেন।
ম্যাচে সমতায় ফিরল এসসি ইস্টবেঙ্গল
দুরন্ত গোল করে দলকে সমতায় ফেরালেন পেরোসেভিচ। ম্যাচের ৬৪ মিনিটে মিস পাস থেকে কাউন্টার অ্যাটাক করে পারফেক্ট ফিনিশ করলেন পেরোসেভিচ।
৬০ মিনিট, ০-১ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
পেরোসেভিচ বারবার চেষ্টা করছেন কিন্তু একার পক্ষে সফল হওয়া সহজ হচ্ছে না। হীরা মণ্ডলও চেষ্টা চালাচ্ছেন। সফল হতে পারছে না এসসি ইস্টবেঙ্গল। মার্সেলোকে সে ভাবে দেখা যাচ্ছে না।
দ্বিতীয়ার্ধে দানা বাঁধছে না এসসি ইস্টবেঙ্গলের খেলা
ফুটবলার পরিবর্তন কখন হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে লাল হলু সমর্থকেরা। গোলের সুযোগ তৈরি করতে পারছে না লাল হলুদের ফুটবলাররা। মাঝ মাঠও দখল করতে পারছে না মারিওর ছেলেরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে চায় এসসি ইস্টবেঙ্গল। প্রথমে সমতায় ফিরে তারপরে ব্যবধান বাড়াতে চাইবে লাল হলুদ ব্রিগেড। তবে জমি ছাড়তে চাইবে না ওড়িশা এফসি।
প্রথমার্ধের খেলা শেষ
ম্যাচের প্রথমার্ধে জোনাথাসের গোলে এগিয়ে রয়েছে ওড়িশা এফসি। দ্বিতীয়ার্ধে কি সমতায় ফিরতে পারবে এসসি ইস্টবেঙ্গল।
একটুর জন্য রক্ষা পেল এসসি ইস্টবেঙ্গল
ফের সুযোগ পেয়েছিল ওড়িশা। ম্যাচের ৩৯ মিনিটে ফ্রি কিক থেকে প্রায় গোল করেই ফেলেছিলেন আরিদায়। কিন্তু বল গোলের লক্ষ্যে ছিল না।
পেরোসেভিচের লং রেঞ্জের শট
গোলে ফেরার চেষ্টা করছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটে একাই লং রেঞ্জের শট নিয়ে সেটাই প্রমাণ করলে পেরোসেভিচ। কিন্তু বল তিনকাঠির ঠিকানা খুঁজে পেল না।
ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক
এক গোলে পিছিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচে কি ফিরতে পারবে লাল হলুদ ব্রিগেড। জনাথাস এই মরশুমে নিজের ৬ গোলটি করছেন।
সমতায় ফেরার সুযোগ
ম্যাচের ২৮ মিনিটে কর্ণারের সুযোগ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারল না পেরোসেভিচরা।
অল্পের জন্য রক্ষা পেল এসসি ইস্টবেঙ্গল
ফের প্রতিপক্ষের বক্সের কাছে পৌঁছে গিয়েছিল ওড়িশা এফসি। অল্পের জন্য বাঁচল এসসি ইস্টবেঙ্গল।
১-০ গোলে এগিয়ে গেল ওড়িশা এফসি
হাবি হার্নান্ডেজের পাশ থেকে বল নিয়ে গোল করলেন জোনাথাস। লাল হলুদ রক্ষণের ভুলে এগিয়ে গেল ওড়িশা।
১৩ মিনিটে ম্যাচের ফল ০-০
এখনও পর্যন্ত দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। প্রথম থেকেই ম্যাচের রাশ ধরার চেষ্টা করছে ওড়িশা। এসসি ইস্টবেঙ্গল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।
শুরুতে ওড়িশার আক্রমণ
প্রথম মিনিটেই লাল হলুদের বক্সে পৌঁছে গিয়েছিল ওড়িশা। কিন্তু হিরা মণ্ডলদের জন্য রক্ষা পেল এসসি ইস্টবেঙ্গল।
মাঠে নামার জন্য তৈরি এসসি ইস্টবেঙ্গল
আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে খেলা। মাঠে নেমে পড়েছেন রেফারি ও দুই দল
দল ঘোষণা করল ওড়িশা এফসি
ভিক্টরের নেতৃত্বে মাঠে নামতে চলেছে ওড়িশা এফসি। এদিনের ম্যাচেও কি গোলের বন্যা দেখা যাবে?
দেখে নিন এসসি ইস্টবেঙ্গলের টিম লিস্ট
প্রথম একাদশে জায়গা পেয়েছেন শঙ্কর রায়। লাল হলুদ জার্সিতে অভিষেক করবেন নওচা সিং। তরুণ ফুটবলার রাহুল পাসওয়ান বেঞ্চে জায়গা পেয়েছেন।
কে কোন দিকে এগিয়ে?
সেট পিস গোলে এগিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। ১২টি গোল তারা করেছে সেট পিস থেকে। অন্যদিকে ওপেন খেলা খেলে ১৬টি গোল করেছে ওড়িশা। আইএসএলের প্রথম লেগে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচে গোলের ফোয়ারা ছুটেছিল। সেই ম্যাচে মোট দশটি গোল হয়েছিল। আজও কি সেই রকম কিছু হবে?