বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: ইউরো কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে, দেখে নিন সূচি

EURO 2020: ইউরো কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে, দেখে নিন সূচি

জয়ের উচ্ছ্বাস ইংল্যান্ডের। ছবি- উয়েফা।

কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে ইউরোর সেমিফাইনাল ম্যাচগুলি?

স্পেন ও ইতালি আগের দিনই চলতি ইউরো কাপের সমিফাইনালে জায়গা করে নেয়। পরে ডেনমার্ক চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ইউরো ২০২০-র শেষ চারের টিকিট নিশ্চিত করে এবং ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড শেষ দল হিসেবে চলতি ইউরোর সেমিফাইনালে জায়গা করে নেয়।

দেখে নেওয়া যাক ইউরোর দু'টি সেমিফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে। এও জেনে নেওয়া যাক যে, শেষ চারের ম্যাচগুলি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে।

দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহ্যশালী ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনালে ইতালি মুখোমুখি হবে স্পেনের। দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। এক্ষেত্রে ইংল্যান্ড নিশ্চিতভাবেই হোম অ্যাডভান্টেজ পেয়ে যাবে, সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

ইউরো ২০২০-র সেমিফাইনালের সূচি:-

প্রথম সেমিফাইনাল: ইতালি বনাম স্পেন
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৭ জুলাই, বুধবার (আসলে মঙ্গলবার রাতে)
কখন শুরু: রাত ১২টা ৩০ মিনিটে।

দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ডেনমার্ক
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৮ জুলাই, বৃহস্পতিবার (আসলে বুধবার রাতে)
কখন শুরু: রাত ১২টা ৩০ মিনিটে।

ইউরো ২০২০-র যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

বন্ধ করুন