বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ম্যাচ চলাকালীন মূল স্ট্যান্ডের একটি অংশ ধসে পড়ে। এতে ছয় জন দর্শক আহত হয়েছেন বলে খবর। ধসে পড়ার সময়কার ভিডিয়ো ক্যামেরাবন্দি হয় এবং ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এতে নেটিজেনরা প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছে।
২১ জুলাই মুখ্যমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। শান্তি নগর বিধায়ক কেন্দ্র এবং সিভি রমন নগর বিধায়ক কেন্দ্রের মধ্যে ম্যাচ চলাকালীন স্ট্যান্ডের উপরের কিছুটা অংশ ভেঙে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই জায়গায় যে দর্শকরা বসেছিলেন, তারা দুর্ঘটনার কবলে পড়েন। ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে যে, স্ট্যান্ডের পশ্চিম দিকে, যেখানে এক হাজারেরও বেশি ভক্ত বসেছিলেন, সেখানকার একটি অংশ ধসে পড়ছে।
আরও পড়ুন: ষষ্ঠ বিদেশি নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল কোচের পাখির চোখ এবার ISL শিরোপা
কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসএফএ) এক পদাধিকারী এই দুর্ঘটনাকে, ছোটখাটো ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং দাবি করেছেন যে কেউ আহত হয়নি। কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে বলা হয় যে. ঘটনাটি ঘটেছিল যখন ‘কয়েক জন ছেলে র্যাম্পে ভিড় করেছিল’। কিন্তু এই বলে আশ্বস্ত করা হয়েছে যে, কেউ বড় ধরনের কোনও চোট পায়নি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করার সময় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘BFS স্ট্যান্ড ধসে পড়ার ভিডিয়ো ক্লিপ। এটা লজ্জার। কয়েক জন গুরুতর আহত বলে আমি জানতে পেরেছি।’
আরও পড়ুন: টেকনিক্যাল কমিটিকে অন্ধকারে রেখেই কোচ বাছাই, রেগে লাল বাইচুং, দিলেন ইস্তফা
অন্য একজন বলেছেন, ‘আমার বাচ্চারা এখানে প্রায় প্রতিদিন BFS-এ ট্রেনিং করে এবং এটা লজ্জাজনক যে, এমন ঘটনা BFS স্টেডিয়ামে ঘটতে পারে, যেটা আসন্ন উদীয়মান ফুটবল খেলোয়াড়দের ঘরের মাঠ হওয়ার কথা @mlanharis @siddaramaiah @CMofKarnataka @DKShivakumar।’
অন্য এক জন লিখেছেন, ‘ভয়ঙ্কর, কোনও ভক্তের কখনও ম্যাচ দেখতেই যাওয়া উচিত নয় এবং কোনও ধরণের চোট নিয়ে ফিরে আসা উচিত নয়। এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিটি স্টেডিয়ামকে সঠিক ভবাে রক্ষণাবেক্ষণ করা এবং নিরাপত্তা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ।’
সোমবার কেএসএফএ কর্ণাটক মহিলা লিগের সূচনার সাক্ষী থাকল বিএফএস। প্রথম দিনই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিএফএস দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেঙ্গালুরু এফসি (বিএফসি) শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে যাওয়ার আগে, বিএফএসে তাদের উদ্বোধনী মরশুম খেলেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।