শুভব্রত মুখার্জি
সময়টা একেবারে ভাল যাচ্ছে না ইতালির অন্যতম জনপ্রিয় ক্লাব জুভেন্তাসের। মাত্র কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই এবার সেরি এ-তে প্রায় 'ভুলতে বসা' এক হারের সম্মুখীন হতে হল ম্যাক্স আলেগ্রির দলকে।
৩২ বছর পর নিজেদের ঘরের মাঠে আটালান্টার কাছে হারল রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শনিবার তুরিনে ইতালির ঘরোয়া লিগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় জুভে। প্রথমার্ধেই সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার ডুভান জাপাটা। প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করে উঠতে পারেনি জুভে। তবে তাদের হয়ে সেরা সুযোগটা পেয়েছিলেন দলের ট্যালিসম্যান পাওলো দিবালা। কিন্তু ডি-বক্সের সামনে থেকে বল বাইরে মারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
উল্লেখ্য, ১৯৮৯ সালের পর এই প্রথম জুভেন্তাসের মাঠ আলিয়ান্স স্টেডিয়ামে জয়ের মুখ দেখল আটালান্টা। ঘরোয়া লিগসহ সব প্রতিযোগিতা মিলিয়ে গ্যাসপারিনির দল তাদের শেষ আট ম্যাচে অপরাজিত। সব প্রতিযোগিতা মিলিয়ে আটালান্টার হয়ে টানা সাত ম্যাচে গোল পেলেন জাপাটা। ঘরোয়া লিগে ১৪ ম্যাচের পাঁচটিতে হেরে জুভেন্তাস ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে। শীর্ষে থাকা নাপোলির চেয়ে তারা পিছিয়ে ১৪ পয়েন্টে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।