বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। তৃতীয় স্থানের ম্যাচও হয়ে গিয়েছে। সেই ম্যাচে মরক্কোকে ২-১ হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। এ বার শুধু একটি ম্যাচ নিয়েই চলছে না জানি কত জল্পনা, কল্পনা। বিশ্বের ফুটবলপ্রেমীদের সঙ্গে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ডুয়েলে গা ভাসিয়ে দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। তিনিও মেতে রয়েছেন লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথ নিয়ে।
তবে বিশ্বকাপের ফাইনালে কার হাতে তিনি শিরোপা দেখতে চান তিনি, এর উত্তর দিতে গিয়ে যেন বিপাকে পড়েন কিং খান। আসলে নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। এমনটা তিনি অনেক সময়েই করে থাকেন। ১৫ মিনিটের প্রশ্নোত্তর সেশনে তাঁর নতুন ছবি ‘পাঠান’ থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবল- সব কিছু নিয়েই প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে। শাহরুখের উত্তরে অবশ্য বোঝা গিয়েছে তিনি মেসি ভক্ত।
আরও পড়ুন: FIFA WC-এর লম্বা অধ্যায়ে কারা কবে চ্যাম্পিয়ন হয়েছে ঠৌটস্থ আছে? না থাকলে জেনে নিন
ওই প্রশ্নোত্তর সেশনে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেছিলেন, ‘বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?’ জবাবে শাহরুখ বলেন, ‘মন বলছে মেসি। তাই না? কিন্তু এমবাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।’ আসলে শাহরুখ কে জিতবে, তা নিয়ে নিজেই দ্বিধাগ্রস্ত। তবে মনের মধ্যে যে মেসি রয়েছেন, সেটা বোঝাতে তিনি ভোলেননি। আর তাঁর কথাতেই স্পষ্ট, মেসি জিতলে তিনি বেশি আনন্দ পাবেন।
এ দিকে বিশ্বকাপ ফাইনালে ফুটবল নিয়ে আলোচনায় থাকবেন কিং খানও। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির সঙ্গে ফুটবল নিয়ে আলোচনায় স্টুডিয়োতে থাকবেন শাহরুখ। সে কথা বাহশাহ আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: রিচার্লিসনের ট্যাটু না-পসন্দ নেইমারের, মুছতে দিলেন প্রায় ২৭ লাখ টাকা
ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসেবে পর পর দু'বার বিশ্বকাপ জয়ের সুযোগ থাকছে ফ্রান্সের সামনে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। এমবাপে ভালো ছন্দে রয়েছেন। তিনি পাঁচটি গোল করে ফেলেছেন। স্বাভাবিক ভাবে পর পর দু’টি বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফ্রান্স।
অন্যদিকে, আর্জেন্তিনা ৩৬ বছরের খরা কাটাতে মরিয়া। মেসির শেষ বিশ্বকাপ। আর তাঁকে বিশ্বকাপ জিতেই ফেয়ারওয়েল দিতে চাইছেন তাঁর সতীর্থরা। মেসি নিজেও বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠছেন। কাতার বিশ্বকাপে ইতিমধ্যে ৫টি গোল করে ফেলেছেন। তিনটি গোল করিয়েছেন। ২০১৪ সালের পরে আরও এক বার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছেন মেসি। আগের বার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। কিন্তু এ বার বিশ্বকাপ জিতে দেশের জার্সিতে শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।