২০২৩ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ জয়ের পরই স্পেনের এক ফুটবলারকে জোর করেই চুম্বন করে সেদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এরপরই ফুটবল দুনিয়ায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় সেই ঘটনার পর। এবার দেড় বছর পর আদালতে নিজের সাক্ষ দিতে গিয়ে সেই মহিলা ফুটবলার জেনি হার্মোসো আরও একবার হেনস্থার অভিযোগ তুললেন স্প্যানিশ প্রাক্তন সভাপতির বিরুদ্ধে। তিনি জানান, তাঁর ইচ্ছার বিরুদ্ধে গিয়েই রুবিয়ালেস তাঁকে চুম্বন করেন, যার জেরে লোক সমাজে তাঁর ব্যাপক সম্মানহানি হয়েছে।
হার্মোসো বলেন, ‘আমি অত্যন্ত অসম্মানিতবোধ করেছি। ওই মূহূর্তটা আমার জীবনে সেরা দিনের আনন্দটা নষ্ট করে দিয়েছিল ’। মাদ্রিদের কোর্টে সেই সময় উপস্থিত ছিলেন ৪৭ বছর বয়সী রুবিয়ালেস। স্পেনের প্রাক্তন ফুটবল সভাপতি অবশ্য দাবি করেছেন বিষয়টি হয়েছিল সহমতেই এবং ঘটনাটির অতিরিক্ত উৎসাহের আকস্মিককতায় ঘটে গেছিল।
আরও পড়ুন-ISLএ মোহনবাগানকে সুবিধা করে দিল জামশেদপুর! ৩-১ হারাল গোয়াকে
এই ঘটনার পর তাঁকে তিন বছরের জন্য নির্বাসিত করে ফিফা। রুবিয়ালেস নিজেও সরে দাঁড়ান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পদ থেকে। তিনি দাবি করেন, অসৎ ফেমিনিস্টরা তাঁকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে। আদালতে স্পেনের প্লেয়াররা এবং হার্মোসো দাবি করেন যাতে রুবিয়ালেসের আড়াই বছরের কারাদণ্ড হয় এবং ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। এছাড়াও হার্মাসোকে আদালতে প্রশ্ন করা হয়, তাঁর কাছে চুম্বনের পূর্বে অনুমতি চেয়েছিল কিনা রুবিয়ালেস, তখন হার্মোসো জানান কোনও অনুমতি চাওয়া হয়নি, বা তিনি শুনতেও পাননি। এরপরই তাঁকে জড়িয়ে ধরে অভব্যতা করেন রুবেন।
এই ঘটনার জেরে চার বছর পর্যন্ত কারাবাস হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির অথবা বড় অঙ্কের আর্থিক জরিমানাও করা হতে পারে তাঁর। সেই ঘটনার পর অবশ্য হার্মোসো অস্ট্রেলিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাকি ফুটবলারদের সঙ্গেই আনন্দ উদযাপন করেছিলেন। আদালতের এই ট্রায়াল আগামী ১০ দিন ধরে চলতে পারে। সেখানে ২০জনকে ডাকা হতে পারে। এর মধ্যে রয়েছে স্পেনের পুরুষ দলের কোচ লুইস দে লা ফন্তেসহ মহিলা দলের ফুটবলাররাও। আদালতে সাক্ষ দিতে ডাকা হতে পারে প্রাক্তন বর্ষসেরা ফুটবলার অ্যালেক্স পুতেলাসকেও। প্রথম এবং শেষ দিনের ট্রায়ালে শুধু রুবিয়ালেসকে হাজির থাকতে বলা হয়েছে।
লুইস ছাড়াও আদালতের চার্জ চলছে মহিলা দলের প্রাক্তন কোচ জর্জে ভিলডা, প্রাক্তন স্পোর্টস ডিরেক্টর পুরুষ দলের আলবার্ট লুকু এবং ফেডারেশনের প্রাক্তন মার্কেটিং হেড রুবেন রিভেরার বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হার্মোসোকে জোর করে তাঁরা রুবিয়ালেসের হয়ে প্রকাশ্যে গুনগান গাইতে বলেছিলেন। অর্থাৎ যে দোষ রুবিয়ালেস করেছিলেন, তা ঢাকতে জোর করে হার্মোসোকে দিয়ে ভালো কথা বলানোর চেষ্টা করা হয়।
কোর্টকে হার্মোসো জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনি ভালোভাবে বাঁচতে পারছেন না। কারণ সব জায়গাতেই বিতর্ক নিয়ে কাটাছেঁড়া চলছে। এই ঘটনার পর তাঁর জীবন বদলে গেছে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে এও জানান, মেক্সিকোয় ক্লাব ফুটবল খেলতে যাওয়ায় আপাতত বিতর্ক থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। তবে এই ঘটনা বিশ্বকাপ জয়ের আনন্দকে মাটি করে দিয়ে দেশের ফুটবলকে কালিমালিপ্ত করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।