আইএসএল তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি। শেষ ৫ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। শুধুমাত্র এটিকে মোহনবাগানের কাছে হেরেছে হায়দরাবাদ। তবে ভালো জায়গায় থাকার পরেও তারকা স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়াকে ছেড়ে দিল হায়দরাবাদ। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে হায়দরাবাদ এফসি-র কর্তৃপক্ষ।
দলের খবর, ব্যক্তিগত কারণের জন্যই নাকি দেশে ফিরছেন এডু গার্সিয়া। আর গার্সিয়ার দাবিও নাকি মেনে নিয়েছে হায়দরাবাদ। ক্লাব ও ফুটবলার উভয়ের সম্মতিতেই এই চুক্তি ভাঙা হয়েছে। এ বারের আইএসএলে ১১টি ম্যাচ খেলেছেন ৩১ বছরের এই মিডফিল্ডার, গোল করেছেন দু'টি। সূত্রের খবর অবশ্য, এডু গার্সিয়া সে রকম ভাবে ছন্দে ছিলেন না। তাই হায়দরাবাদই তাঁকে ছেড়ে দিয়েছে। এমন কী এডুর বদলিও তারা খুঁজে ফেলেছে।
হায়দরাবাদের তরফেই জানানো হয়েছে, মৌরিটেনিয়ার তারকা মিডফিল্ডার খাসা কামারা যোগ দিচ্ছেন দলে। গত মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন খাসা। ২৮টি ম্যাচ খেলেছিলেন নর্থইস্টের জার্সিতে। এ ছাড়া মৌরিটেনিয়া জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচ খেলেছেন খাসা কামারা। প্লে-অফের কথা মাথায় রেখেই সম্ভবত দলে পরিবর্তন আনল হায়দরাবাদের টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।