হুগো বৌমাস ফর্মে ফিরতেই বোধহয় মেজাজও বদলে গেল এটিকে মোহনবাগান শিবিরের। চার ম্যাচে জয়হীন থাকার পরে জয়ে ফিরল তারা। মঙ্গলবার ফতোরদা স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে ৩-২-এ হারিয়ে চলতি লিগের তিন নম্বর জয়টা তুলে নিল সবুজ-মেরুন বাহিনী। বৌমাস জোড়া গোল করেন। তা ছাড়া লিস্টন কোলাসোও হেডে অসাধারণ গোল করেন। আর এ দিন ডাগ আউটে ছিলেন এটিকে মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো। তাঁর পজেশন এবং পাস নির্ভর ফুটবলের স্ট্র্যাটেজিতেই সাফল্যে ফিরল সবুজ-মেরুন শিবির। আর এই জয়ে উচ্ছ্বসিত বৌমাসরা।
ম্যাচের পরে এটিকে মোহনবাগানের জোড়া গোলের নায়ক হুগো বৌমাস বলেন, ‘আমাদের কোচ ম্যাচের আগে শুধু বলেছিলেন, মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করতে। আনন্দ করে খেলার চেষ্টা করতে। খেলার কৌশলে অবশ্যই কিছু পরিবর্তন এনেছি আমরা। খুবই সামান্য। কারণ, উনি আমাদের শিবিরে যোগ দিয়েছেন ম্যাচের আগের দিন রাতেই। তাই ওঁর সঙ্গে কাজ করার বেশি সময় আমরা পাইনি। তবে আজ মাঠে অনেক কিছুই আকর্ষণীয় ব্যাপার ঘটেছে। আমরা উপভোগ করার জন্যই মাঠে নেমেছিলাম এবং সেটা করেওছি। গত ম্যাচে যেহেতু আমরা সাফল্য পাইনি, তাই আজ একটু স্টাইল পরিবর্তন করে ভাল ফুটবল খেলার চেষ্টা করি। এমন কী আন্তোনিও-র (হাবাস) দেখানো পথেও কিছুটা হেঁটেছি। গত ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে আজ ছিল। কিন্তু এখনও আমাদের অনেক উন্নতি করতে হবে।’
সবুজ মেরুন শিবিরের প্রথম গোলদাতা এবং ম্যাচের সেরা ফুটবলার লিস্টন কোলাসো যত না উচ্ছ্বসিত, তার চেয়ে বেশি স্বস্তি পেয়েছেন। বলেন, ‘তিন পয়েন্ট পেয়ে খুবই খুশি আমি। দু'টো ড্র ও দু'টো হারের পরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই ম্যাচে জয়টা খুবই দরকার ছিল আমাদের। ড্রেসিং রুমেও বড়সড় রদবদল এসেছে একটা। সব মিলিয়ে এই জয়ে আমরা খুবই খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।