ইতিহাস গড়ার জন্য বয়স যে কোনও বাধা হতে পারে না, বুঝিয়ে দিলেন সুনীল ছেত্রী। শনিবার ইন্ডিয়ান সুপার লিগে মাঠে নেমে বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন এমন এক নজির গড়লেন, যা বিশ্বের আর কারও দখলে নেই। সেদিক থেকে আইএসএলে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
রবিবার আইএসএলে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই ম্যাচে একাই ৩টি গোল করেন ছেত্রী। উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে বেশি বয়সে আইএলএলে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন ছেত্রী। কেরালার জালে তিনবার বল জড়ানোর দিনে সুনীলের বয়স ছিল ৪০ বছর ১২৬ দিন।
বার্থলোমিউয়ের রেকর্ড ভাঙলেন ছেত্রী
আইএসএলে ৪০ বছর পূর্ণ করা কোনও ফুটবলার কখনও হ্যাটট্রিক করতে পারেননি। এতদিন সব থেকে বেশি বয়সে ইন্ডিয়ান সুপার লিগে হ্যাটট্রিক করার রেকর্ড ছিল বার্থলোমিউ ওগবেচের। তিনি গতবছর জানুয়ারিতে হায়দরাবাদ এফসির হয়ে আইএসএলে মাঠে নেমে এফসি গোয়ার বিরুদ্ধে হ্য়াটট্রিক করেন। এমন কৃতিত্ব অর্জন করার দিনে বার্থলোমিউয়ের বয়স ছিল ৩৮ বছর ৯৬ দিন।
বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের ফলাফল
শনিবার কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে পরাজিত করে বেঙ্গালুরু এফসি। ম্য়াচের প্রথমার্ধে একজোড়া গোল করে বিএফসি। তারা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে বেঙ্গালুরু। যদিও দ্বিতীয়ার্ধে একজোড়া গোল হজম করতে হয় তাদের।
বেঙ্গালুরু এফসির হয়ে কারা গোল করেন
ম্য়াচের ৮ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসির হয়ে প্রথম গোল করেন সুনীল ছেত্রী। ৩৮ মিনিটের মাথায় উইলিয়ামসের গোলে ম্যাচে ২-০ লিড নেয় বিএফসি। ৭৩ মিনিটে কেরালার জালে ফের বল জড়ান সুনীল। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় তথা বিএফসির তৃতীয় গোল ছিল। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে কেরালার জালে তৃতীয়বার বল জড়িয়ে ব্যাক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন ছেত্রী। ৯০+৮ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন সুনীল।
কেরালা ব্লাস্টার্সের হয়ে কারা গোল করেন
ম্যাচের ৫৬ মিনিটের মাথায় কেরালা ব্লাস্টার্সের হয়ে প্রথম গোল করেন জিমেনেজ। সেই সময় তিনি ব্যবধান কমিয়ে ম্য়াচের স্কোরলাইন ২-১ করেন। পরে ৬৭ মিনিটের মাথায় ফ্রেডির গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় কেরালা। যদিও তারা নিজেদের রক্ষণ মজবুত করতে পারেনি। পরে আরও একজোড়া গোল হজম করে ম্যাচ হেরে বসে কেরালা ব্লাস্টার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।