টুর্নামেন্টের শুরুতেই সুখবর দিয়েছেন। পরিবারে নয়া সদস্য আসতে চলেছে বলে জানিয়েছেন। এবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে স্ত্রী সোনমকে নিজের ‘আর্মব্যান্ড’ (যে ‘আর্মব্যান্ড’ পরে ফুটবল মাঠে ভারতকে নেতৃত্ব দেন) পরিয়ে দিলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আর সেই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় অধিনায়ক এবং ‘ফার্স্ট লেডি’-র সেই রসায়নে মজেছে নেটপাড়া। এক নেটিজেন তো বলেছেন, ‘এটাই হল ভালোবাসা।’ এমনকী ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের তরফেও টুইটারে বলা হয়েছে, ‘আরও একটি ট্রফি, আরও একটি গোল এবং সুনীল ছেত্রীর আনন্দের সময়।’
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। ম্যাচের ৪৬ মিনিটে প্রথম গোলটা করেন সুনীল (যা তাঁর ৮৭ নম্বর আন্তর্জাতিক গোল)। ৬৬ মিনিটে ছাংতের গোলে লিড আরও মজবুত করে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ওই ব্যবধানেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হন সুনীলরা। শুধু তাই নয়, ১৯৭৭ সালের পর প্রথমবার লেবাননকে হারানোর স্বাদ পেল ভারত। ৪৬ বছর আগে দু'দেশের প্রথম সাক্ষাতে জিতেছিল টিম ইন্ডিয়া। পরের ছ'টি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গিয়েছিল। তিনটিতে ড্র করেছিল।
সেই কারণেই সম্ভবত রবিবারের জয় আরও মধুর হয়ে ওঠে সুনীলদের কাছে। জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সুনীল এবং সোনমের একটি ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে সোনমকে নিজের 'আর্মব্যান্ড' পরিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। আর স্ত্রী'কে একেবারে জড়িয়ে ধরে আছেন। দু'জনের প্রেম ও রসায়ন দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটিজেনরা। তেমনই একজনের বক্তব্য, ‘কী ভালো লাগছে।’ অপর একজন বলেছেন, ‘সত্যিকারের কিং হলেন সুনীল ছেত্রী।’
আরও পড়ুন: Intercontinental Cup Final 2023: ফাইনালে সুনীল-ছাংতের গোল, চ্যাম্পিয়ন ভারত
উল্লেখ্য, গত ১২ জুন ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচে ভানুয়াটুর বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল ভারত। ম্যাচের একমাত্র গোল করেছিলেন সুনীল। সেই গোলের পর জার্সির মধ্য বল ঢুকিয়ে স্ত্রী'র উদ্দেশে ফ্লাইং কিস ছুড়েছিলেন ভারতীয় অধিনায়ক। পরে তিনি বলেছিলেন, ‘আমি এবং আমার স্ত্রী বাবা ও মা হতে চলেছি। ও চেয়েছিল যে এভাবে আমি সেটা দুনিয়াকে জানাই। এটা ওর জন্য ও সন্তানের জন্য। আমি আশা করছি যে আমরা সকলের ভালোবাসা এবং আশীর্বাদ পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।