একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এ বার তাঁর সামনে নতুন মাইলস্টোনের হাতছানি। মঙ্গলবার দোহায় আফগানিস্তানের বিরুদ্ধে আর একটি গোল করলেই বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতাদের তালিকার প্রথম দশে ঢুকে পড়বেন সুনীল। তাঁর গোল সংখ্যা এখন ৭৪।
এই তালিকার শীর্ষে রয়েছেন ইরানের স্ট্রাইকার আলি দাই (১০৯)। দুইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০৪)। তিনি কার্যত আলি দাইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। অনেকেরই আশা, এ বার ইউরোতে আলি দাইকে ছুঁয়ে ফেলবেন রোনাল্ডো। এই তালিকার তিনে রয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহরি (৮৯), চারে রয়েছেন হাঙ্গেরির ফারেন্স পুসকাস (৮৫ ম্যাচে ৮৪ গোল)। পাঁচ, ছয় এবং সাতে রয়েছেন যথাক্রমে জাম্বিয়ার গডফ্রে চিতালু (৭৯), ইরাকের হুসেন সায়িদ (৭৮) এবং ব্রাজিলের পেলে (৭৭)।
আটে রয়েছেন তিন জন ফুটবলার। তাঁদের প্রত্যেকের গোলসংখ্যা ৭৫টি করে। জাপানের কুনিশিগে কামামোতো, সংযুক্ত আরব আমিরশাহীর আলি মাবখৌত এবং কুয়েতের বাশার আবদুল্লাহের পর রয়েছেন সুনীল ছেত্রী।
কিংবদন্তি পেলের চেয়ে আর মাত্র তিন গোল দূরে সুনীল। আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেই ব্রাজিলের কিংবদন্তিকে স্পর্শ করতে পারবেন ভারত অধিনায়ক।
এ দিকে মঙ্গলবার ড্র করলেই ভারত সরাসরি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে। তবে সুনীল নিশ্চয়ই চাইবেন, আফগানদের বিরুদ্ধে গোল কর নতুন মাইলস্টোন স্পর্শ করতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।