বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > হায়দরাবাদের কাছে বেঙ্গালুরু ১-২ হারলেও ওগবেচেকে টপকে ISL-এ ৫০তম গোলের নজির সুনীলের

হায়দরাবাদের কাছে বেঙ্গালুরু ১-২ হারলেও ওগবেচেকে টপকে ISL-এ ৫০তম গোলের নজির সুনীলের

সুনীল ছেত্রী।

প্রথম প্লেয়ার হিসেবে আইএসএলে ৫০টি গোল করে ফেললেন সুনীল ছেত্রী। সেই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক।

দল হারলেও আইএসএলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সুনীল ছেত্রী। প্রথম প্লেয়ার হিসেবে এই টুর্নামেন্টে ৫০টি গোল করে ফেললেন সুনীল ছেত্রী। সেই সঙ্গে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন সুনীল। শুক্রবার ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে সুনীলের বেঙ্গালুরু এফসি ১-২-এ হেরে গেলেও দলের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল। সেই সঙ্গেই তিনি নতুন রেকর্ড গড়ে ফেললেন। 

ম্যাচের প্রথম ১৫ মিনিট বেঙ্গালুরু এফসি-ই আক্রমণাত্মক ফুটবল খেলে। যদিও তা প্রতিহত করে ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেন জেভিয়ার সিভেরিও। বাঁ প্রান্ত থেকে বক্সে বল রেখেছিলেন রোহিত দানু। বার্থেলোমিউ ওগবেচে হেড করলেও তা জালে জড়াতে দেননি রোশন নওরেম। কিন্তু সুযোগসন্ধানী জেভিয়ারের পায়ে বল আসতেই তিনি যে শট নেন তা বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং-এর হাতে লেগে জালে জড়ায়। দলের রক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রীকে। এর পরে ৩০ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। ফ্রি কিক থেকে শৌভিক চক্রবর্তী বল বাড়ান জোয়াও ভিক্টরকে। গোল করতে ভুল করেননি ভিক্টর। এর আগে ও পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বেঙ্গালুরু। ফলে বিরতিতে হায়দরাবাদ এগিয়ে ছিল ২-০-এ। 

দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ এফসির চেয়ে তুলনামূলক ভালো ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি। কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু গোল করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারছিলেন না বেঙ্গালুরুর ফুটবলাররা। এই অবস্থায় ম্যাচের ৮৭ মিনিট নাগাদ সুনীল ছেত্রী ১-২ করেন। ডানদিক দিয়ে বক্সে ঢোকা উদান্ত সিংয়ের ক্রস থেকে গোলটি করেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক। হিরো আইএসএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে ছেত্রী ও হায়দরাবাদ এফসি-র নাইজেরিয়ান তারকা বার্থোলোমিউ ওগবেচে ছিলেন। শুক্রবারের ম্যাচে তাঁরা মুখোমুখি হন। কে আগে ৫০-এর মাইলস্টোনে পৌঁছবেন, তা নিয়ে চলছিল রেষারেষি।

অনেকে ভেবেছিলেন, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচেই ওগবেচে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। কিন্তু সবুজ-মেরুন ডিফেন্ডাররা তাঁকে সে দিন বোতলবন্দী করে রাখায় সেই নজির গড়া হয়নি ওগবেচের। শুক্রবারও সেই দৌড় জারি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৮৭ মিনিটের গোলে ওগবেচেকে পিছনে ফেলে নজির গড়লেন ভারত অধিনায়ক।

সর্বোচ্চ গোলদাতারতালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান কোরোমিনাস। তিনি হিরো আইএসএলে ৫৭টি ম্যাচ খেলে ৪৮টি গোল করেছিলেন। তবে এই মরশুমে তিনি আর আইএসএল খেলছেন না। ফলে এই দৌড় থেকে ছিটকে গিয়েছেন ফেরান কোরোমিনাস। ওগবেচে সব মিলিয়ে ৭২টি ম্যাচে ৪৯ গোল করেছেন। ছেত্রী ১১০ ম্যাচ খেলে ৫০তম গোলের মাইলস্টোন ছুঁলেন। অ্যাসিস্টের দিক থেকেও এগিয়ে রয়েছেন ছেত্রী। হিরো আইএসএলে ছেত্রী যেখানে দশটি অ্যাসিস্ট করেছেন, সেখানে ওগবেচে গোল করিয়েছেন ছ’বার। তাঁদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণ। যিনি ৫৪ ম্যাচে ৩৩টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। তাঁর সতীর্থ হুগো বৌমাসের মোট গোলসংখ্যা ২৪।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাবা মাকে অত্যাচার, বাঁচাতে গিয়ে পুলিশকে দা-এর কোপ ছেলের, প্রাণ বাঁচাল মোবাইল বিজয় মার্চেন্ট ট্রফিতে কর্ণাটকের হয়ে সেঞ্চুরি দ্রাবিড় পুত্র অনভয়ের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে চলল গুলি, রক্তাক্ত বিএসএফ জওয়ান, তুমুল আলোড়ন কেবল পর্দায় ম্যাজিক তৈরি নয়, সেটে ভরপুর দুষ্টুমিও করতেন রাজ কাপুর! জানুন গল্প প্রচারে এগিয়ে দেব! 'সন্তান'-এর জন্য এবার ব়্যাপার রাজ, শুভশ্রী কী করলেন? মাটির নীচেই ভরপুর জ্বালানি! রানাঘাটে খনিজ উত্তোলনে নিয়ম মেনেই এগোচ্ছে কেন্দ্র হারতে হারতে পিঠ ঠেকেছে দেওয়ালে! ফিফা ক্রমতালিকায় ৬৯ নম্বরে নামল ভারতীয় মহিলা দল… ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, গ্রেফতার লঙ্কার টি-১০ লিগের শাকিবদের দলের মালিক 'সিবিআই কিছুই পারছে না আরজিকরে, রাজ্য পুলিশের তদন্তে…'সংসদে ফারাক বোঝালেন কল্যাণ ইমিটিশনের গয়না পরে বিয়ে করে ভাইরাল! বিদেশে হানিমুনের ছবি দিতেই কটাক্ষ ঊষসীকে

IPL 2025 News in Bangla

অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.