বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কেরলে Super Cup-এ ৯, ১০ এপ্রিল নামছে EB-ATKMB, বাগানের তুলনায় কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের

কেরলে Super Cup-এ ৯, ১০ এপ্রিল নামছে EB-ATKMB, বাগানের তুলনায় কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের

সুপার কাপে সূচির প্রকাশিত।

সুপার কাপের ‘বি’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি এবং ওড়িশা এফসি। এ ছাড়া আই লিগের একটি দল আছে ইস্টবেঙ্গলের গ্রুপে। মোহনবাগানের গ্রুপে রয়েছে আবার আইএসএলের টিম এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। এ ছাড়া আছে আই লিগের একটি দল।

আইএসএল শেষ হয়নি। এর মধ্যেই প্রকাশিত হয়ে গেল সুপার কাপের সূচি। রঙের উৎসবের দিনই ফেডারেশন সুপার কাপের সূচি প্রকাশিত করল। এপ্রিলের শুরুতেই হবে বহু প্রতীক্ষিত সুপার কাপ। চার বছর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান যথাক্রমে ৯ এবং ১০ এপ্রিল খেলতে নামবে। তবে বাগানের তুলনায় কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল। এ বার সুপার কাপ হবে কেরলে।

সুপার কাপের ‘বি’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি এবং ওড়িশা এফসি। এ ছাড়া আই লিগের একটি দল আছে ইস্টবেঙ্গলের গ্রুপে। আই লিগের চতুর্থ বনাম সপ্তম স্থানাধিকারী ম্যাচের জয়ী দল খেলবে এই গ্রুপে। ৯ এপ্রিল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি।

আরও পড়ুন: শুধু জরিমানা হবে কেরালার? ২০১২ ডার্বিতে বাগানের দল তোলার শাস্তিরই পুনরাবৃত্তি ঘটবে?

দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ১৭ এপ্রিল আই লিগের দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের। ইস্টবেঙ্গল সব ম্যাচ খেলবে মঞ্জেরিতে।

লাল-হলুদের গ্রুপে আইএসএলে-র যে দু'টি দল রয়েছে, তারা কিন্তু এই বছর ইস্টবেঙ্গলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। ৯ নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি ৬ নম্বরে শেষ করে প্রথম বার প্লে অফে খেলার সুযোগ পায়। তবে এটিকে মোহনবাগানের কাছে হেরে তারা আইএসএল থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে হায়দরাবাদ এফসি শেষ করেছে ২ নম্বরে। তারা সরাসরি সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেমির প্রথম লেগ খেলবে এটিকে মোহনবাগান। ১৩ তারিখ দ্বিতীয় লেগ খেলবে ঘরের মাঠে।

আরও পড়ুন: আমি রেফারিকে জিজ্ঞেস করেই ফ্রি-কিক নিয়েছি- বিতর্কিত গোল নিয়ে সোজাসাপ্টা সুনীল

মোহনবাগানের গ্রুপে রয়েছে আবার আইএসএলের টিম এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। এ ছাড়া আছে আই লিগের একটি দল। আই লিগের তৃতীয় বনাম অষ্টম স্থানাধিকারী ম্যাচের জয়ী দল সুযোগ পাবে এই গ্রুপে। ১০ এপ্রিল কোঝিকোড়ে আই লিগের দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ মোহনবাগানের। আর ১৪ এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এর চার দিন পর (১৮ এপ্রিল) এফসি গোয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফেরান্দোর দল। আইএসএলে দশ নম্বরে শেষ করেছে জামশেদপুর এফসি। অন্যদিকে এফসি গোয়া লিগ টেবিলের সাত নম্বরে ছিল। সে দিক থেকে এই দুই দলের চেয়ে অনেকটাই এগিয়ে আইএসএলের সেমিতে জায়গা করে নেওয়া এটিকে মোহনবাগান।

অন্যদিকে সুপার কাপে আবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের দ্বৈরথ। আইএসএলের বিতর্কিত ম্যাচের পর ফের দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদটা একটু বেশিই থাকবে। বেঙ্গালুরু, কেরলের গ্রুপেই আছে রাউন্ডগ্লাস পঞ্জাব। এ ছাড়া আই লিগের আরও একটি দল আছে এই গ্রুপে। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির গ্রুপে আছে চেন্নাইয়িন এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এ ছাড়া রয়েছে আই লিগের একটি দল।

চারটে গ্রুপ থেকে একটি মাত্র দলই সেমিফাইনালে উঠবে। ৩ এপ্রিল থেকে শুরু সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড। ২১ আর ২২ তারিখ সেমিফাইনাল। ২৫ তারিখ কোঝিকোড়ে ফাইনাল।

প্রসঙ্গত আইএসএলের এগারোটি দলই খেলবে সুপার কাপে। আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব সরাসরি খেলবে সুপার কাপের মূলপর্বে। বাকি ৯ দলকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। আই লিগের নবম আর দশম স্থানে শেষ করা দল দুটি নিজেদের মধ্যে প্লে অফ খেলবে। আই লিগে এখনও পর্যন্ত দশ নম্বরে আছে মহমেডান স্পোর্টিং। শনিবার সুদেবার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলবে মহমেডান।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.