বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Super Cup 2023: নববর্ষের আগে বাগান সমর্থকদের হাসি কাড়লেন বরিস, ০-৩ হেরে সেমির রাস্তা কঠিন করল MB

Super Cup 2023: নববর্ষের আগে বাগান সমর্থকদের হাসি কাড়লেন বরিস, ০-৩ হেরে সেমির রাস্তা কঠিন করল MB

জামশেদপুরের কাছে হেরে চাপে পড়ে গেল মোহনবাগান।

মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ জিতে একেবারে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর এফসি। উল্টোদিকে এ দিন ম্যাচ হেরে সেমির রাস্তা কঠিন করে ফেলল বাগান। এ বার সেমিফাইনালে পৌঁছতে হলে, পরের ম্যাচে এফসি গোয়াকে হারাতেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

যে জামশেপুরকে নিয়ে বাড়তি চিন্তা ছিল, সেই দলের কাছেই বড় ধাক্কাটা খেল মোহনবাগান। প্রতিবেশির রাজ্যের বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হল তারা। প্রথম ম্যাচে পাঁচ গোলের দাপট এতটুকু খুঁজে পাওয়া গেল না বাগানের খেলার মধ্যে। শুক্রবার সুপার কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে বসে থাকল সবুজ-মেরুন ব্রিগেড।

আইএসএলে সে ভাবে ছন্দেই ছিল না জামশেদপুর এফসি। তবে সুপার কাপে তারা যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এফসি গোয়াকে পাঁচ গোল দিয়েছিল। আর শুক্রবার কোঝিকোড়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে দিল তিন গোল। সেই সঙ্গে বাগানের বিরুদ্ধে ম্যাচ জিতে একেবারে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর এফসি। উল্টোদিকে এ দিন ম্যাচ হেরে সেমির রাস্তা কঠিন করে ফেলল বাগান।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ খেলা অজি স্ট্রাইকারের সঙ্গে চুক্তি পাকা করার পথে মোহনবাগান

মোহনবাগানের ধারাবাহিকতার অভাব নতুন কোনও বিষয় নয়। আইএসএলে এর জন্য ভুগতে হয়েছে। তাও চ্যাম্পিয়ন হওয়ায় মুখ বন্ধ হয়ে গিয়েছে সবুজ-মেরুন সমালোচকদের। কিন্তু সুপার কাপে গিয়ে ফের একই রোগে ভুগতে হচ্ছে। এ দিন বরং শুরু থেকেই আগ্রাসী মেজাজে ফুটবল খেলেছে জামশেদপুর এফসি। শুরু থেকেই তাদের আক্রমণের ঝড়ে বাগান ডিফেন্স রীতিমতো চাপে পড়ে গিয়েছিল।

তবে জামশেদপুরের একের পর এক আক্রমণ প্রতিহত করে সবুজ-মেরুনকে অক্সিজেন জুগিয়ে যাচ্ছিলেন বিশাল কাইথ। তবে বিশাল একা কতক্ষণ সামলাবেন সাইক্লোনকে। বাগানের রক্ষণের হাল এ দিন অত্যন্ত খারাপ ছিল। ২২ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ খোলে জামশেদপুর। ১-০ করেন বরিস সিং। বিরতির ঠিক আগে ২-০ করে বরিসই। ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি হয়।

আরও পড়ুন: ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ লাফ মারলেন সুনীলরা, ব্রাজিলকে পিছনে ঠেলে শীর্ষে মেসিরা

দ্বিতীয়ার্ধে ০-২ পিছিয়ে থেকে খেলতে নেমে বেশ চাপেই ছিল বাগান। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে মোহনবাগান। পরিবর্ত হিসেবে নেমে খেলার গতিও বাড়ান কিয়ান নাসিরি। তবে গোলের মুখ খুলতে ব্যর্থ হন ফেরান্দোর ছেলেরা। এমন কী এ দিন একাদশে পেত্রাতোসকে খেলিয়েছিলেন জুয়ান ফেরান্দো। কিন্তু তিনি যে পুরো সুস্থ নন, সেটা তাঁর খেলা দেখেই বোঝা গিয়েছে। ফ্রি-কিক থেকে গোলের সহজ সুযোগও নষ্ট করেন তিনি। উল্টে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে সওয়ারের গোলে ৩-০ করে জামশেদপুর। তিন পয়েন্টই মাঠে ফেলে মাথা নীচু করে সাজঘরে ফিরতে হয় মোহনবাগানকে। এ বার সেমিফাইনালে পৌঁছতে হলে, পরের ম্যাচে এফসি গোয়াকে হারাতেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…' নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি হবে মঙ্গলে! বুধ থেকে বর্ষণ বাড়বে, কোথায় কোথায়? রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.