শুভব্রত মুখার্জি: চলতি ভারতীয় ফুটবল মরশুমের শেষ দিকটা স্মরণীয় হয়ে থাকবে ওড়িশা এফসি-র কাছে। প্রাক্তন ভারতীয় মিডফিল্ডার ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে মাত্র কয়েক দিন আগেই সুপার কাপ জিতেছে ওড়িশা এফসি। এ বার আসন্ন এএফসি কাপের মূলপর্বের টিকিট ও নিশ্চিত করে ফেলল তারা। এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ওড়িশা হারিয়ে দিল আই লিগজয়ী গোকুলাম কেরালা এফসি-কে। ৩-১ ফলের বড় ব্যবধানে জয় পেল তারা। এই জয়ের ফলে এএফসি কাপের মূলপর্বে চলে গেল তারা।
চলতি মরশুমের আইএসএলে ছয় নম্বরে শেষ করেছিল ওড়িশা এফসি। এ বার তারা এশিয়ার ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় ‘টিয়ার’-এ এএফসি কাপে খেলার সরাসরি সুযোগ পেয়ে গেল। গত দুই সপ্তাহ অনবদ্য ফুটবল খেলেছে ওড়িশা এফসি। প্রথম ভারতীয় কোচ হিসেবে সুপার কাপ জয়ের নজিরও গড়েছেন ওড়িশা এফসির কোচ ক্লিফোর্ড মিরান্ডা। সুপার কাপ জয়ের পরে ফের একবার সাফল্য পেল তাঁর ছেলেরা। গোকুলাম কেরালাকে হারিয়ে এএফসি কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করল তারা।
এ দিনের ম্যাচে কোঝিকোড়ে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ওড়িশা এফসি। ম্যাচে লিড নিতও বেশিক্ষণ সময় নেয়নি তারা। যদিও ম্যাচের প্রথম গোল করার সুযোগ পেয়েছিল গোকুলাম কেরালা। তাহির জামানের কর্ণার থেকে আমিনিউ বৌউবার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ১৮তম মিনিটে লিড নেয় ওড়িশা এফসি। নন্দকুমারের ডামি থেকে বল পান ভিক্টর রোমেরো। তিনি একটু ঘুরেই বল বাড়ান দিয়োগো মরিসিওকে। সেই বল থেকে গোল করতে ভুল করেননি মরিসিও। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ২০তম গোল। এর পর যেন ভয়ানক হয়ে ওঠে মরিসিও, মাওহিমিনথাঙ্গা এবং রোমেরো জুটি। তাঁদেরকে সামলাতে হিমশিম খেতে হয় গোকুলাম কেরালাকে। ৩১ তম মিনিটে মরিসিও ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটিও করে ফেলেন। বাম প্রান্ত দিয়ে গতিতে ঢুকে কেরালা ডিফেন্সকে বোকা বানিয়ে গোলটি করে যান তিনি।
দ্বিতীয় গোলটি খাওয়ার পরে যেন সম্বিত ফেরে কেরালার। ৩৬ মিনিটে একটি গোল শোধ করে তারা। গোল শোধ করেন ফারশাদ নুর। এর পর ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েও হারায় জামান। তাঁর হেড করা বলটি গোলের উপর দিয়ে বেরিয়ে যায়। ২-১ ফলে এগিয়ে বিরতিতে যায় ওড়িশা। বিরতির পরে ৫২ তম মিনিটে ফের গোল করে ওড়িশা। পেনাল্টি পায় মিরান্ডার ছেলেরা। স্পট কিক থেকে গোল করতে ভোলেননি মরিসিও। মরশুমে নিজের ২২তম গোল করে ৩-১ ফলে গোকুলামের বিরুদ্ধে ওড়িশার জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।