সুপার কাপের শুরুটা দুর্দান্ত হওয়ার পর, এ বার এটিকে মোহনবাগানের সামনে নতুন চ্যালেঞ্জ জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে যে ভাবে গোকুলাম কেরালা এফসি-কে ৫-১-এ হারায় আইএসএল চ্যাম্পিয়নরা, সেই সাফল্য বজায় রেখে প্রতিবেশী রাজ্যের দলকে হারাতে পারলে তাদের সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যাবে। শুক্রবার কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে তাই জয়ের লক্ষ্য নিয়েই নামবে সবুজ-মেরুন বাহিনী। তবে লড়াইটা সোজা হবে না।
চলতি সুপার কাপের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান যেমন পাঁচ গোল দিয়ে শুরু করে, তেমনই তাদের প্রতিবেশী রাজ্যের দলও প্রথম ম্যাচে পাঁচ গোলেই জয় পেয়েছে। তবে তাদের লড়াইটা ছিল আরও কঠিন। যে ভাবে এফসি গোয়াকে ৫-৩-এ হারায় ইস্পাতনগরীর দল, তার পরে মোটেই তাদের হাল্কা ভাবে নেওয়া সম্ভব নয়। সে দিনের ম্যাচে এফসি গোয়া শুরুতে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জামশেদপুরের কাছে বশ্যতা স্বীকার করে নেয়।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ খেলা অজি স্ট্রাইকারের সঙ্গে চুক্তি পাকা করার পথে মোহনবাগান
এটা ঠিক যে শুক্রবারের ম্যাচে এটিকে মোহনবাগানকে কড়া পরীক্ষার মুখে পড়তে হবে, তা খুব ভাল করেই জানেন সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। প্রতিপক্ষের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ আসবে, ধরে নিয়েই তাঁরা শুক্রবার মাঠে নামবেন বলে জানালেন ফেরান্দোর দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বৌমাস।
দলের মিডিয়া টিমকে বৌমাস বলেছেন, ‘জামশেদপুর প্রথম ম্যাচে পাঁচ গোল করেছে গোয়ার বিরুদ্ধে। তাই পরের ম্যাচে আমরা এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। সেটপিসে ওরা বেশ ভাল। কয়েক জন লম্বা ফুটবলার রয়েছে দলে। এটা ওদের বাড়তি সুবিধা।’
তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফরাসী তারকা বলেন, ‘এই টুর্নামেন্টে ড্র মানে হারেরই সমান। তাই জয় ছাড়া আমরা কিছু ভাবছি না। দল খুব ভাল খেলছে। সে দিন দলের চার জন গোল পেয়েছে। লিস্টন খুব ভাল দু'টো গোল দিয়েছে। এটা দলের পক্ষে খুব ভাল খবর। আমরা এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর পরে গোয়ার বিরুদ্ধে ম্যাচ। তবে এখন জামশেদপুরই আমাদের ফোকাস। ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তাই শুরু থেকেই আমাদের জেতার জন্য ঝাঁপাতে হবে।’
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে ৫ ধাপ লাফ মারলেন সুনীলরা, ব্রাজিলকে পিছনে ঠেলে শীর্ষে মেসিরা
গত সোমবার কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে দু-দু’টি অসাধারণ গোল করে এটিকে মোহনবাগানকে জয়ে পথে নিয়ে যান কোলাসো। গত মরসুমে যে ছন্দে দেখা গিয়েছিল গোয়ানিজ তারকাকে, এ দিন সেই ছন্দেই পাওয়া যায় তাঁকে। হুগো বৌমাস, মনবীর সিং ও কিয়ান নাসিরি বাকি তিনটি গোল করেন।
এ বারের আইএসএলে সারা মরশুমে একটির বেশি গোল করতে না পারা লিস্টন কোলাসো গোলে ফিরে যতটা না খুশি, তার চেয়ে বেশি স্বস্তি পেয়েছেন। গোয়ানিজ তারকা ফরোয়ার্ড বলেন, ‘বহুদিন পরে জোড়া গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। পরের ম্যাচগুলোতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ এখন দুই দলেরই একটাই লক্ষ্য, শুক্রবারের ম্যাচ জিতে সুপার কাপের সেমিফাইনালের পথ প্রশস্ত করা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।