ISL-এ খারাপ পারফরম্যান্স, খেলোয়াড়দের বেতন বকেয়া, বিনিয়োগকারী সংস্থার পত্রবোমা- সব মিলিয়ে একাধিক সমস্যায় জেরবার মহামেডান স্পোর্টিং ক্লাব। এরকম পরিস্থিতিতে কিভাবে সব কিছু সমাধান করা যায় সে ব্যাপারে সচেষ্ট হয়ে ওঠেন ক্লাব কর্তারা। সেই কারণে বৃহস্পতিবার বিকালে যুবভারতীতে পৌঁছে গিয়েছিলেন মহামেডান সভাপতি ইস্তিয়াক আহমেদ সহ আরও দু-তিনজন কর্তারা। প্রায় ৩০ মিনিট মতো আলোচনা করা হয় দলের ফুটবলারদের সঙ্গে। তারপরেই মাঠে নেমে পুরোদমে অনুশীলন শুরু করেন ফ্রাঙ্কোরা। এই বিষয়ে ক্লাব সভাপতি বলেন, ‘শেয়ার হস্তান্তরের বিষয়টি শুরু হয়ে গেছে। ফুটবলারদের পুরো বিষয়টা বুঝিয়েছি। ওদের কোনও সমস্যা নেই। ক্লাব এবং ইনভেস্টররা সবসময় তাদের পাশে রয়েছে। তাদের কোনও সমস্যা থাকলে আমরা আবার আলোচনা করব।’
মহামেডান ক্লাবে বিক্ষোভ সমর্থকদের:
এদিন যুবভারতীতে যখন দল অনুশীলন করতে ব্যস্ত তখন সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ল ক্লাব তাঁবুতে। প্রায় ২০০ জন সমর্থক জমা হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানে। তাঁদের একটাই দাবি ছিল, ক্লাবের বর্তমান কর্তাদের পদত্যাগ করতে হবে। সমর্থকরা মনে করছেন কর্তাদের নানা অস্বচ্ছ আচরণে ক্লাবের সম্মান নষ্ট হচ্ছে। খেলোয়াড়দের বেতন না পাওয়ার বিষয়টায় আসলে সম্মান নষ্ট হচ্ছে মহামেডানেরই। সমর্থকরা শুধু বিক্ষোভ দেখাননি, তারা ক্লাব কর্তৃপক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। একটা সময় হাতে পোস্টার নিয়ে ক্লাব লনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা। তবে এই বিষয়ে ক্লাব সভাপতি আশ্বাস দিয়েছেন যে সমর্থকরা যা যা সমস্যার কথা বলছে সেগুলি দ্রুত মিটে যাবে। বুধবারই ইনভেস্টরদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মহামেডানে সমস্যা যা নিয়ে:
চলতি সপ্তাহের শুরু থেকেই ইনভেস্টর বনাম মহামেডান ক্লাব কর্তাদের ঝামেলা শুরু হয়। শেয়ার হস্তান্তর হয়নি বলে বিনিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিনিয়োগকারী সংস্থা শ্রাচী। পরিস্থিতি আরও জটিল হয় যখন অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই সিদ্ধান্ত জানিয়ে দেয়। এহেন জটিল পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মহামেডান ফুটবলারদের বেতন। এরপরেই প্রতিবাদে তাঁরা অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন। মাঠে এলেও অনুশীলন করতে নামতে দেখা যেত না অ্যালেক্সিসদের। তবে এখন সেই সমস্যা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর ক্লাব কর্তারা। সেই মতো দুই ইনভেস্টরের সঙ্গে আলোচনাও করা হয়েছে এবং সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলেও আশাবাদী ক্লাব কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।