শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ নিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন মহল থেকে এসেছে বিরোধিতা। সম্প্রতি ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্লাটার পর্যন্ত করেছেন বিস্ফোরক মন্তব্য। তাঁর মতে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই ছিল ভুল। এমন আবহে দাঁড়িয়েই ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা কাতার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন। প্যারিস, মিউনিখের মতো শহরগুলোতে এই বয়কট আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এবার আন্দোলনকারীদের পাশেই সরাসরি দাঁড়ালেন নেদারল্যান্ডস কোচ লুই ভ্যান গল। ডাচ কোচ সমর্থকদের এই বয়কট করার সিদ্ধান্তকে সঠিক বলেছেন। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন তাঁর দল ভালো খেলার মধ্যে দিয়েই সমর্থকদের মাঠে ফেরাবে।
কাতারে প্রথম দিন অনুশীলনের পরে তিনি জানিয়েছেন 'আমি মনে করি ওরা (বিশ্বকাপ বয়কট করা) একদম ঠিক। কারণ এই বিষয়টায় ওরা বিশ্বাস করেছে। সেই কারণে বিষয়টা নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমি আশা করব গোটা টুর্নামেন্টে আমরা খুব ভালো ফুটবল খেলব। এতটাই ভালো খেলব যে, টুর্নামেন্ট শেষে আমাদের ফাইনালে খেলতে টেলিভিশনে দেখে, ওরা বুঝবে কতটা ভালো আমরা খেলেছি।'
সম্প্রতি জিওভান্নি ইনফান্টিনো একটি মন্তব্য করে বলেছিলেন, কাতারে দলগুলোর ফুটবল খেলার প্রতিই মনোনিবেশ করার কথা। নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্টিনোর এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহাতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবে গোটা দল। বর্ষীয়ান ডাচ কোচ ভ্যান গল কয়েকদিন আগেই ফিফার কাতারকে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তকেও সমালোচনা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল 'ফুটবলটা বিশেষ করে বিশ্বকাপ ফুটবলটা এমন একটা দেশেই খেলা উচিত যেখানে তাঁদের সব বিষয় আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে। আমাদের এটা ভুললে চলবে না কাতারের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা আমাদের নিজেদের দেশের সংস্কৃতির দিকে তাকাতে পারি। তাকিয়ে এই প্রশ্নটা করতে পারি আমাদের দেশের সংস্কৃতিও কী দারুণ! আমার পরিবার, বন্ধু বান্ধবদের এখানে থাকার জায়গা পেতে সমস্যা হচ্ছে। এটা অনেক কিছুই বুঝিয়ে দেয়। তবে বিশ্বকাপের আয়োজন, এখানকার মাঠ, পরিকাঠামো বেশ ভালো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।