বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সফল হয়েছে অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন তিরি? আদৌ কি খেলবেন ATK MB-তে?

সফল হয়েছে অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন তিরি? আদৌ কি খেলবেন ATK MB-তে?

তিরি।

তিরি চোট পাওয়ার পর চিকিৎসক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন. অন্ততপক্ষে ৮-৯ মাস অর্থাৎ প্রায় এক বছরের কাছাকাছি সময়ে মাঠের বাইরে থাকতে হবে তারকা ডিফেন্ডারকে। তার পর তিনি ধীরে ধীরে অনুশীলন শুরু করতে পারবেন।

এএফসি কাপের প্রথম ম্য়াচেই গোকুলমের বিরুদ্ধে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়েছিলেন এটিকে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার তিরি। যার জেরে তিনি এএফসি কাপ নয়, ৭-৮ মাসের জন্য ফুটবল থেকে ছিটকে যান। তাঁর অস্ত্রোপচার করতে হয়। তবে অস্ত্রোপচারের পর তিনি ভালো রয়েছেন। নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন তিরি।

আরও পড়ুন: কলকাতার সঙ্গে গভীর যোগ, অ্যাস্টন ভিলার তারকাকে নিয়ে চলছে EB, ATK MB-র টানাটানি

টুইটে তিরি লিখেছেন, ‘সবাইকে হ্যালো!😊 সার্জারিটি সম্পূর্ণ সফল হয়েছে। রাস্তার প্রথম পাথরটিকে সরানো হয়ে গিয়েছে। ফের মাঠে ফিরব। শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।’

এটিকে মোহনবাগানও তিরির দ্রুত আরোগ্যের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘আমরা আমাদের সিংহের মতো তেজী ডিফেন্ডারের সফল অস্ত্রোপচারের পরে দ্রুত আরোগ্য কামনা করি!’

তিরি চোট পাওয়ার পর চিকিৎসক স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন. অন্ততপক্ষে ৮-৯ মাস অর্থাৎ প্রায় এক বছরের কাছাকাছি সময়ে মাঠের বাইরে থাকতে হবে তারকা ডিফেন্ডারকে। তার পর তিনি ধীরে ধীরে অনুশীলন শুরু করতে পারবেন।

এর থেকেই বলা যায়, এক প্রকার তিরির এই মরশুম কার্যত শেষ হয়ে গিয়েছে। ফলে নতুন মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে আদৌ তিরি খেলবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। তবে সফল অস্ত্রোপচারের পর তারকা ডিফেন্ডার কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, সেটাই এখন দেখার!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন