২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে কুয়েতের বিরুদ্ধে জয়ের পর থেকে টানা ১১ ম্যাচে জয় পেল না ভারতীয় দল। এর মধ্যে ছ’টি ম্যাচে ড্র করেছে তারা। স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণে এটি ভারতের তৃতীয় ড্র। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধেও ড্র করে তারা। তার আগে সেপ্টেম্বরে মরিশাসের বিরুদ্ধে ম্যাচও গোলশূন্য ছিল। আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নেওয়ার আগে মানোলো মার্কুয়েজ ভারতের সামনে আর কোনও ম্যাচ নেই। অর্থাৎ, ২০২৪-এ সারা বছর জয়হীন থাকার পর ভারত এই বাছাই পর্বের ম্যাচে নামবে।
গত বছর মালয়েশিয়ার ঘরের মাঠে তাদের কাছে হারের বদলা নিতে পারল না ভারতীয় দল। সোমবার ফিফা ক্রমতালিকায় আট ধাপ পিছনে থাকা দলকে ঘরের মাঠে হারাতে পারলেন না সন্দেশ ঝিঙ্গনরা। ৩৯ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর গোল শোধ করে ১-১ ড্র করে তারা।
এ দিনের ম্যাচে ১৯ মিনিটের মাথায় মালয়েশিয়াকে এগিয়ে দেন তাদের ফরোয়ার্ড পাওলো জোসু। ৩৯তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা আনেন ভারতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকে। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে। প্রতিপক্ষের গোলের সামনে ভারতীয় অ্যাটাকারদের ব্যর্থ হওয়ার সমস্যা এই ম্যাচেও সমান ভাবে দেখা যায়। এই ম্যাচের পরেই ভারতের বর্তমান ফুটবল দল নিয়ে নানা প্রশ্ন উঠছে।
ভারত ১১টি ম্যাচে জয় ছাড়াই ২০২৪ শেষ করবে। ২০১৪ সালের পর প্রথমবার এমনটা হল। ভারতীয়রা আক্রমণ চালিয়ে গেলেও গোল করার চেষ্টায় তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়। এর ফলে মালয়েশিয়াকে সমস্যায় ফেলতে পারেনি ভারত। ফলে আরও দিশাহারা হয়ে যায় ভারতের আক্রমণ। এই সময়েই সুনীল ছেত্রীর অভাব বারবার টের পাওয়া যাচ্ছিল। সেটপিস থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ভারত।
এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি সঠিক পথে রয়েছে ভারতীয় দল। এক বছরে একটিও ম্য়াচ জিততে না পারেনি, ভারতের ফুটবল ভক্তরা বারবার এই প্রশ্নটাই তুলছে। বর্তমানে একটি বিজ্ঞাপন টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে, যেখানে বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রী প্রশ্ন করছেন এরপরে কে? যার উত্তর ভারতের গোটা ফুটবল মহল খুঁজছে। সত্যি কি বাইচুং, সুনীলের পরবর্তীকে খুঁজে পেয়েছে ভারতীয় ফুটবল? এই জল্পনার মাঝেই ২০২৪-এর ফল কর্তা ও ভক্তদের চিন্তা বাড়িয়েছে। সত্যি কি সবকিছু বদলে ফেলার সময় এসেছে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।