টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে কলকাতায় ফুটবল স্কুল গড়ায় বিষয় গাঁটছড়া বাধল ইংল্যান্ডের নামজাদা ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। এই ক্লাব দীর্ঘদিন ধরেই ইপিএলে নজর কেড়ে আসছে। শুধু তাই নয় বিগত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়র লিগে চ্যাম্পিনয় হওয়ার পাশাপাশি শেষ এক দশক ধরে ইংল্যান্ডের ধারাবাহিক ক্লাবগুলোর মধ্যে অন্যতম ম্যাঞ্চেস্টারের এই ক্লাব।
অতীতে ম্যাঞ্চেস্টার বলতে সকলে ইউনাইটেডের কথা বলত। কিন্তু সাম্প্রতিককালে পেপ গুয়ার্দিওয়ালার ছোঁয়ায় প্রাণ পেয়েছে সিটি, একই সঙ্গে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছে সিটিজেনরাও। এবার সেই ক্লাবেরই ফুটবল স্কুল তৈরি হচ্ছে খাস তিলোত্তমায়। ভারতের বুকে এমন অভিনব স্কুল তৈরিতে ম্যান সিটিকে কলকাতায় নিয়ে এল নাম করা শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ।
আরও পড়ুন-‘টেস্টে আমার রেকর্ড কেউ ভাঙতে পারবে না’! ৮০০ উইকেট নেওয়া মুরলির ভবিষ্যদ্বাণী…
কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। এশিয়ার বৃহত্তম স্টেজিয়াম রয়েছে কলকাতায়। এখানে খেলে গেছেন মেসি,পেলে, ফোরল্যান। ঘুরে গেছেন রোনাল্ডিনহো, মারাদোনা, কাফুরা। ইংল্যান্ডেও বহু ভারতীয় থাকার সুবাদে কলকাতার নাম ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের কর্তাদের কাছেও যথেষ্ট পরিচিত। সিটি অফ জয়ের সঙ্গে গাঁটছড়ে বেধে এবার ফুটবলার তুলে আনার ক্ষেত্রেই দায়িত্ব নিল আর্লিং হালান্ড, বার্নার্ডো সিলভাদের ম্যান সিটি।
আরও পড়ুন-'গত ২বার আমাদের দেশে এসে ভারত হারিয়েছে,এবার আমরা…' অজি তারকার বুকে জ্বলছে বদলার আগুন…
সম্প্রতি টানা চারবার ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছে পেপ গুয়ার্দিওয়ালার সিটি। কেভিন দি ব্রুইন, এডারসনদের ফুটবল জ্ঞান, দায়বদ্ধতা, দৃঢ়তা এবং ফুটবল দর্শন সব কিছুই ছোট থেকে ভারতীয় খুদে ফুটবলারদের মধ্যে ঢুকিয়ে দিতে চলেছে এই ফুটবল স্কুল। একই সঙ্গে অত্যাধুনিক পদ্ধতিতে চলবে ফুটবলের পাঠ। তাহলেই বিশ্বফুটবলের ঘুমন্ত দৈত্যরা জেগে উঠবে, আশায় সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ।
আরও পড়ুন-যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও, ৯১ বছরে প্রথমবার
মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের পড়ুয়াদের জন্যেই। প্রতিটি পড়ুয়ার জন্য তাঁদের শারীরিক গঠন, ফিটনেস, স্কিল দেখার পর নিজেদের মতো করে কোচিং রুটিন সেট করবেন ম্যান সিটির প্রশিক্ষণ শিবিরের কোচিং স্টাফরা। সেই অনুযায়ী ডায়েট বানিয়েও ফুটবলারদের দেওয়া হবে। এর আগেও ভারতের মুম্বই সিটি এফসির সঙ্গে গাঁটছড়ে বেধেছিল ম্যান সিটি। ফলে ভারতের সঙ্গে তাঁদের এই ফুটবলের সম্পর্ক নতুন নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।