শুভব্রত মুখার্জি: বর্তমান ফুটবল বিশ্বের নিঃসন্দেহে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাঁর জার্সি হোক বা বুট পাওয়ার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তকূল থেকে শুরু করে বিপক্ষ দলের ফুটবলাররা। মেসির জার্সি বা তাঁর সঙ্গে একটা সেল্ফি তুলতে পারলেই অনেকে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। এবার সেই ভাগ্যবানদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার ফুটবলার। অস্ট্রেলিয়ার হয়ে পরিবর্ত হিসেবে খেলা ক্যামেরুন ডেলভিন হচ্ছেন সেই ভাগ্যবান ফুটবলার। যিনি পেয়ে গেলেন মেসির ম্যাচ জার্সি। কীভাবে সেই ম্যাচ জার্সি তিনি পেয়েছেন সেই রহস্য এবার ফাঁস করেছেন তিনি।
কাতার বিশ্বকাপে রাউন্ড অফ ১৬'তে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং অস্ট্রেলিয়া দুই দল। সেই ম্যাচেই অজি দলের হয়ে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন ক্যামেরুন ডেলভিন। সেদিনের ম্যাচের শেষের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে বেশ কিছু অজি ফুটবলার মেসিকে ডাগ আউটে অনুসরণ করছেন। তাঁর সঙ্গে সেল্ফি তুলছেন। তারপরেই মেসির জার্সিটি উপহার হিসেবে পান ডেলভিন।
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অজি মিডফিল্ডার জানিয়েছেন 'আমি মাঠের মধ্যে ঢুকি। আমাদের ফুটবলারদের সান্ত্বনা দিই। এরপর মেসির সঙ্গে হাত মেলাই। কেউ ওকে তখন পর্যন্ত কিছু বলেনি। আমি মেসির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বলেছিলাম (জার্সির বিষয়ে), আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। ও (মেসি) আমাকে জানায় আমি তোমার সঙ্গে ভিতরে (ড্রেসিংরুমে) দেখা করছি। আর তারপরেই ঘটে ঘটনাটি (জার্সি উপহার)। আমি সত্যি সত্যিই চেয়েছিলাম দলের অন্য কেউ এই সুযোগটা আগে পাক। তবে কেউ সেই সুযোগটা নেয়নি। তাই আমি ভেবেছিলাম কেন নয়? (সুযোগ কেন নেব না)।'
তিনি আরও যোগ করেন 'আমি জানি না আমার জার্সিটা ওর বাড়ির দেওয়ালে থাকবে বা না ও মাঠেই ছেড়ে যাবে। তবে আমি যে ওঁর জার্সিটা পেয়েছি এটা বিরাট ব্যাপার। আমি তো অবাকই হয়েছিলাম যে ও (মেসি) আমার জার্সিটা নিয়েছে। ও নিশ্চয় জানে না যে আমি কে। ও খুব ভালো একজন মানুষ। যে এইভাবে আমাকে সম্মান দেখিয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।