এ-পার বাংলায় চিকিৎসা করাতে এসে প্রয়াত হলেন ও-পার বাংলার ফুটবলার নাফিজুর রহমান। সন্যাসী গ্রেপ্তারের ঘটনায় বর্তমানে উত্তাল বাংলাদেশ। এরকম পরিস্থিতিতে তাঁর দেহ দেশে কিভাবে ফেরাবে সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল নাফিজুরের পরিবার। তখন ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন নিউটাউনের বাসিন্দা সাহিনুর রহমান। নিজে দায়িত্ব নিয়ে সকল সরকারি কাগজপত্র করিয়ে দেহ বর্ডার পার করিয়ে দিয়ে আসেন তিনি। শুধু তাই নয়, অসহায় নাফিজুরের চিকিৎসার ৫ লক্ষ ৮০ হাজার টাকা মুকুব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশের ফুটবলে ‘কচি’ নামেই পরিচিত নাফিজুর। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। গত দেড় দশকে ২০টি ক্লাবের হয়ে খেলেছেন নাফিজুর। মূলত মিডফিল্ডার পজিশনেই খেলতেন তিনি। বাংলাদেশের খুলনায় বাড়ি তাঁর।
তবে হঠাৎ করেই বদলে যায় নাফিজুরের জীবন। বছর খানেক আগে ধরা পড়ে কোলন ক্যান্সার। বাংলাদেশেই শুরু হয় চিকিৎসা। তবে প্রয়োজনীয়তা দেখা দেয় আরও উন্নত চিকিৎসার। সেই কারণে পাড়ি জমান ও-পার বাংলা থেকে এ-পার বাংলায়। টাটা ক্যানসার মেডিক্যাল সেন্টারে চলছিল চিকিৎসা। কিছুদিন আগে বাংলাদেশ থেকে এখানে আসেন কেমো নিতে। তবে এবার আর নিজের পায়ে হেঁটে ফেরা হল না দেশে। তাঁর জীবনের শেষ বাঁশি বাজিয়ে দেন ওপরওয়ালা। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কচি’। বর্তমান পরিস্থিতিতে দেহ কিভাবে দেশে ফেরানো যায় সেই নিয়ে চিন্তায় পড়ে যায় তাঁর পরিবার। এই মুহূর্তে ভারতে আসার জন্য পাসপোর্ট এবং ভিসা পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে সেদেশের জনসাধারণকে।
এরকম পরিস্থিতিতে নাফিজুরের স্ত্রী এবং পুত্র কোনওভাবে যোগাযোগ করেন সাহিনুর রহমানের সঙ্গে। তিনি এলাকায় যথেষ্ট পরিচিত মুখ এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় বাড়ি তাঁর। নাফিজুরের স্ত্রী সুমি আকতারের কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে কাজে লেগে পড়েন তিনি। টেকনো সিটি থানা, বাংলাদেশ হাই কমিশনার সহ সরকারি সব দপ্তর থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র জোগাড় করে ফেলেন সাহিনুর। এই বিষয়ে তাঁকে সাহায্য করেন হাপাতালের ডিরেক্টর সঞ্জয় কাপুর এবং এক কর্মী গৌতম জানা। যাবতীয় আইনি কার্য শেষে দেহ কফিন বন্দি করে বনগাঁ বর্ডার দিয়ে হস্তান্তর করে দেওয়া হয় নাফিজুরের পরিবারকে। এরপর তাঁর দেশের মাটিতে সম্পন্ন হয় শেষকৃত্য। এরজন্য সাহিনুর সহ সকলের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন সুমি। এরকম কঠিন পরিস্থিতিতে নিঃসন্দেহে এটি একটি নজিরবিহীন ঘটনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।