শেষ তারিখ ৩১ অগস্ট, তাঁর মধ্যেই গড়ে ফেলতে হবে দল। হাতে সময় কম। এই অসম্ভব কাজটাকে সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। এমন অবস্থায় শ্রী সিমেন্টের কর্তারা ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের থেকে সহযোগিতা চাইলেন। এসসি ইস্টবেঙ্গলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ই-মেল করেছিলেন ক্লাবের সচিবকে। দল গঠনের জন্য সাহায্য চেয়ে অনুরোধ করেছিলেন।
এসসি ইস্টবেঙ্গলের কর্তাদের অনুরোধে এগিয়ে এলেন লাল হলুদ কর্তারা। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের কর্তারা সময়ের অপচয় না করে নিজেদের বাছাই করা ফুটবলারদের তালিকা এসসি ইস্টবেঙ্গলের সিইও-র কাছে পাঠিয়ে দিয়েছেন। শুক্রবার বিকেলেই লাল-হলুদ সচিব ফুটবলারদের তালিকা ই-মেল করে পাঠিয়ে দিয়েছেন। তবে ক্লাবের দেওয়া তালিকা থেকে কত জন ফুটবলার নেওয়া হবে, তা এখনই বলা সম্ভব নয়।
এসসি ইস্টবেঙ্গলের কর্তারা জানিয়েছেন, ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। যার শীর্ষে রয়েছেন ফাওলার স্বয়ং। জানা গিয়েছে, ইতিমধ্যেই ফুটবলারদের তালিকা লাল-হলুদ কোচকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে বিদেশি ফুটবলার নির্বাচন নিয়েই বেশি ব্যস্ত রবি ফাওলার। এর আগে এই মরশুমের জন্য ফুটবলারদের যে তালিকা টিম ম্যানেজমেন্টকে দিয়েছিলেন কোচ ফাওলার, তাঁদের প্রায় কাউকেই পাওয়া যাবে না। এ দিকে ৩১ অগস্ট শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দল বদল। সে দিনই ফুটবলারদের তালিকা জমা দিতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ কর্তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে এসসি ইস্টবেঙ্গল।