বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > নজিরবিহীন ঘটনা! কলকাতা লিগ শুরু হয়ে গেলেও এখনও অনিশ্চিত দুই প্রধান

নজিরবিহীন ঘটনা! কলকাতা লিগ শুরু হয়ে গেলেও এখনও অনিশ্চিত দুই প্রধান

কলকাতা লিগে অনিশ্চিত দুই প্রধান।

ইস্টবেঙ্গলের তো চুক্তি জট নিয়ে সমস্যা অব্যাহত। মোহনবাগানে আবার অন্য সমস্যা। জৈব সুরক্ষা বলয় না থাকলে রয় কৃষ্ণরা কলকাতা লিগ খেলবে না বলে জানিয়ে দিয়েছেন। ডুরান্ডে নাকি জৈব সুরক্ষা বলয় থাকছে। তাই তাঁরা সেই টুর্নামেন্টে খেলবেন।

এ রকম ঘটনা কলকাতা ময়দানে আগে কখনও ঘটেনি। কিন্তু এ বার বহু প্রতীক্ষিত কলকাতা লিগ শুরু হয়ে গেলেও এখনও অনিশ্চিত দুই প্রধান। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল আদৌ কলকাতা লিগ খেলবে কিনা, তা নিয়ে তীব্র সংশয় রয়ে গিয়েছে। আর এক প্রধান মডমেডান কিন্তু জোরদোর অনুশীলন করে চলেছে।

ইস্টবেঙ্গলের তো চুক্তি জট নিয়ে সমস্যা অব্যাহত। কিন্তু প্রশ্ন হল, এটিকে মোবনবাগান অনিশ্চিত কেন? আসলে দুই প্রধানের কতকগুলি সমস্যা রয়েছে।

১) ইস্টবেঙ্গলের চুক্তিজট কাটেনি। আদৌ এই জট কবে কাটবে, কবে টিম তৈরি হবে, কবেই বা প্র্যাকটিস করে মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড, সেটাই তো কারও জানা নেই।

২) বিদেশি, স্বদেশী কোনও ফুটবলারও বাছা হয়নি। কাদের নিয়ে লিগ খেলবে ইস্টবেঙ্গল?

৩) মোহনবাগানে আবার অন্য সমস্যা। জৈব সুরক্ষা বলয় না থাকলে রয় কৃষ্ণরা কলকাতা লিগ খেলবে না বলে জানিয়ে দিয়েছেন। ডুরান্ডে নাকি জৈব সুরক্ষা বলয় থাকছে। তাই তাঁরা সেই টুর্নামেন্টে খেলবেন।

৪) এএফসি কাপ নিয়ে এখন ব্যস্ত এটিকে মোহনবাগান। এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের ফুটবলারদেরও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এএফসি খেলে ফেরার পরই যোগ দেবেন জাতীয় দলে। স্বভাবতই এটিকে মোহনবাগান অনেক প্লেয়ারকেই পাবে না। সব মিলিয়ে কলকাতা লিগে তারা অনিশ্চিত।

কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেস এসসি ৪-১ গোলে হারায় খিদিপুরকে।

বন্ধ করুন