মোহনবাগান দিবসে এ বার বড় চমক দিতে চলেছেন সবুজ-মেরুন কর্তারা। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এ বারের মোহনবাগান দিবসে উপস্থিত থাকতে পারেন পোগবা। অবাক হলেন?
আসলে সূত্রের খবর, জুলাই মাসের শেষের দিকে ভারতে পা রাখছেন ফ্লোরেন্তিন পোগবা। দিনটা যদি ২৯ জুলাইয়ের আগে হয়, তবে তাঁকে মোহনবাগান দিবসে হাজির করতে চাইছেন কর্তারা। পল পোগবার দাদা বলে কথা!
আরও পড়ুন: অমরিন্দরকে টপকে AFC Cup-এ নজর কাড়েন, আর্শের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি ATK MB-র
ইতিমধ্যে ফ্লোরেন্তিনকে সই করিয়ে হইচই ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান। ক্লাবের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সব সময়ে। জানিয়ে দেওয়া হয়েছে, অনুশীলনের দিনক্ষণও। সেই মত এই জুলাইয়ের শেষ সপ্তাহেই শহরে পা রাখতে চলেছেন পোগবা।
আরও পড়ুন: ‘আনেলকা, পিরেসের কাছে ভারতীয় ফুটবলের কথা শুনেছি’,ATK MB-তে সই করে উচ্ছ্বসিত পোগবা
এর আগে ক্লাবের বারপুজোতেও কোচ জুয়ান ফেরান্দো সহ বেশ কিছু ফুটবলার হাজির হয়েছিলেন সবুজ মেরুন মাঠে। তাই এ বার মোহনবাগান দিবসে গিনির জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে সবুজ মেরুনের সচিব শীর্ষ কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘শুধু পোগবা একা নন, মোহনবাগান দিবসের আগে গোটা দলই কলকাতায় হাজির হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় টিম থাকবে কিনা, ঠিক হয়নি। তবে অনুশীলন হতে পারে। পুরো বিষয় আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তবে আলাদা করে পোগবাকে নিয়ে কোনও পরিকল্পনা নেই। কারণ মোহনবাগানে সমস্ত ফুটবলারকেই সমান গুরুত্ব দেওয়া হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।