বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বদলেছে ISL-এর নিয়ম, সোনার বুট উঠতে পারে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার হাতে

বদলেছে ISL-এর নিয়ম, সোনার বুট উঠতে পারে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার হাতে

ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা (ছবি-টুইটার)

আইএসএলের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এত দিন পর্যন্ত আইএসএলে নিয়ম ছিল, যদি শীর্ষে থাকা দু’জন ফুটবলার একই সংখ্যক গোল করে থাকেন, তা হলে যাঁর অ্যাসিস্টের সংখ্যা বেশি, তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, যে ফুটবলার সবচেয়ে কম মিনিটে গোলগুলি করেছেন, তিনি পাবেন এই পুরস্কার।

আইএসএলের মাঝপথে নিয়ম বদল করা হল। তার সুফল পেতে পারে ইস্টবেঙ্গল। এ বারের প্রতিযোগিতায় দশম স্থানে শেষ করেও সেরার পুরস্কার পেতে পারে ইস্টবেঙ্গল। তবে দল নয়, পুরস্কার পেতে পারেন দলের এক ফুটবলার। তিনি হলেন ক্লেটন সিলভা। জেনে নিন আসল বিষয়টা কী? আইএসএলের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এত দিন পর্যন্ত আইএসএলে নিয়ম ছিল, যদি শীর্ষে থাকা দু’জন ফুটবলার একই সংখ্যক গোল করে থাকেন, তা হলে যাঁর অ্যাসিস্টের সংখ্যা বেশি, তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, যে ফুটবলার সবচেয়ে কম মিনিটে গোলগুলি করেছেন, তিনি পাবেন এই পুরস্কার।

আরও পড়ুন… সচিনকে স্লেজ করে কতটা বিপদে পড়েছিলেন পাক তারকা- সাকলিন শোনালেন মজার গল্প

সেখানেই বাজি মারতে পারেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিংভা। আইএসএলে তাঁর এবং ওড়িশার দিয়েগো মৌরিসিয়োর ১২টি করে গোল করেছেন। যদি আগের নিয়ম থাকত, তা হলে চারটি অ্যাসিস্টের সুবাদে সোনার বুট পেতে পারতেন মৌরিসিয়ো। কারণ ক্লেটনের একটি অ্যাসিস্ট রয়েছে। কিন্তু প্রতি মিনিটে গোল করার সুবাদে ক্লেটন এই পুরস্কার পেতে পারেন। ইস্টবেঙ্গলের পাশাপাশি ওড়িশা আইএসএল থেকে বিদায় নিয়েছে। তৃতীয় স্থানে রয়েছেন মুম্বইয়ের জর্জ পেরেরা এবং গোয়ার ইকের গুয়ারোচেনা। এই দুই দলও বিদায় নিয়েছে। ফাইনালে যদি এটিকে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস হ্যাটট্রিক করতে পারেন, তা হলে গোলসংখ্যার বিচারে তিনিই সোনার বুট পাবেন। না হলে ক্লেটনের ধারেকাছে আর কেউ নয়। বাকি প্রত্যেকের দলই এবারের আইএসএল থেকে বিদায় নিয়েছে।

আরও পড়ুন… ইশান্তের সঙ্গে পনেরো বছর আগের ঘটনা শোনালেন বীরু, প্রশ্ন উঠল তাঁর আচরণ নিয়ে

এদিকে চলতি মরশুমের আইএসএলের ফাইনাল খেলতে গোয়া রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে স্বস্তির খবর এসেছে এটিকে-মোহনবাগান শিবিরে। সুস্থ হয়ে অনুশীলনে নেমে পড়লেন আশিক কুরুনিয়ন। সব ঠিক থাকলে শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলবেন সবুজ-মেরুন মাঝমাঠের অন্যতম ভরসা। গোয়ায় আইএসএলের ফাইনালে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ফাইনালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি খোঁজ নেন, মোহনবাগান কবে গোয়া যাচ্ছে। ক্রীড়ামন্ত্রীকেও তিনি যেতে বলেছেন। তাঁকে বলেছেন, চ্যাম্পিয়নের ট্রফি জিতিয়ে ফিরতে। আইএসএলের ফাইনালে উঠে চনমনে এটিকে মোহনবাগান। গোটা দলের শরীরী ভাষাতেই মনে হচ্ছে, চ্যাম্পিয়ন হওয়াই তাদের একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার দুপুরেই গোয়া পৌঁছে গিয়েছে দল। শুক্রবার অনুশীলন হবে। শনিবার ফতোরদা স্টেডিয়ামে ফাইনাল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.