বার্সেলোনা ছাড়ছেনব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস। চলতি গ্রীষ্ম মরশুমেই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে আলভেস একটি বার্তা দিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন দীর্ঘ সময়ের সম্পর্কের ইতি টানার সময় এসে গিয়েছে। ক্লাব ছাড়ার বিষয়টি দানি আলভেস নিশ্চিত করেছেন।বুধবার ইনস্টাগ্রামে আবেগময় বার্তায় আলভেস নিশ্চিত করে দেন,বার্সেলোনায় তার পথচলা শেষ হয়ে যাচ্ছে।
৩৯ বছরের আলভেস গত বছরের নভেম্বরে ফ্রি ট্রান্সফারে বার্সায় যোগ দিয়েছিলেন। প্রায় ছয় বছর পর কাতালান ক্লাবে ফিরে এসে লা লিগায় ১৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। তিনটি অ্যাসিস্টসহ একটি গোলও করেছিলেন দানি আলভেস।ইনস্টাগ্রামে লেখা পোস্টে আলভেস লিখেছেন,‘প্রিয় বার্সা ভক্তরা,বিদায় বলার সময় এসেছে। ৮ বছরেরও বেশি সময় ধরে এই ক্লাবে আমি নিজেকে উজাড় করে দিয়েছি। তবে জীবনের সবকিছুর মতো বছরগুলো চলে যায় এবং চলার পথগুলো বদলে যায়। গল্পগুলো কিছু মুহূর্তের জন্য অন্য স্থানে লেখা হয়। এখানেও এমনটাই ঘটেছে।’
দানি আলভেস নিজের বার্তায় আরও লিখেছেন,‘জীবনে ফুটবল নিয়ে অনেক বছর কেটে গেছে। যারা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদের প্রতি সবসময়ই কৃতজ্ঞ,আমাকে এখানে ফিরে আসার আরেকটি সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে আমি বিদায় জানাতে পারি। কিন্তু আমি আপনাদের ধন্যবাদ না বলা পর্যন্ত বিদায় বলছি না। নেপথ্যে থাকা সকলকে,যারা আমাদেরকে নিখুঁত করতে সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব যেন কখনও ভুলে না যায় যে একটা সিংহ ৩৯ বছর বয়সেও পাগলাটে সিংহই থাকে।’
২০২২-২৩ মরশুম পর্যন্ত বার্সায় থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভেস। তবে সূত্রের খবর অনুযায়ী,বার্সেলোনা তাদের রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য আসভেসকে দলে রাখতে চায়নি। দানি আলভেস কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পাওয়ার জন্য মরিয়া থাকায় বার্সেলোনায় থেকে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে বার্সেলোনার পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়, ক্লাব চুক্তি নবায়ন করবে না। তবে আরও কয়েকটি ইউরোপীয় ক্লাব আলভেসকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।