ইস্টবেঙ্গলের সঙ্গে ছোট দলের মতো আচরণ করা হচ্ছে - লাল কার্ড নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে জিকসন সিংকে যে লাল কার্ড দেখানো হয়, তা কোনওভাবেই মেনে নিতে পারছেন না লাল-হলুদ কোচ। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে সেই ক্ষোভটা চেপে রাখেননি। একেবারে আগ্নেয়গিরির লাভা উদগিরণের মতো ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘বাস্তবটা হল যে ইস্টবেঙ্গলের সঙ্গে ছোট দলের মতো আচরণ করা হচ্ছে। আমরা ঘরের মাঠে খেলছি।’
‘ওরা মনে হয়, ফুটবলে কোনওরকম কন্ট্যাক্ট চায় না’
সেখানেই থামেননি ইস্টবেঙ্গল। তিনি দাবি করেন, একটু ফাউল হলেই কয়েকজন খেলোয়াড় নাটক করেন। রেফারির জানা উচিত যে কোন খেলোয়াড় নাটক করে থাকেন। জিকসনের ক্ষেত্রে মোটেও লাল কার্ড হয় না। সেইসঙ্গে রেফারি এবং আইএসএল কর্তৃপক্ষকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘আমি যতদূর জানি, ফুটবল ইজ গেম অফ কন্ট্যাক্ট (শারীরিক ধাক্কাধাক্কির খেলা)। কিন্তু দেখে মনে হচ্ছে যে ওরা কোনওরকম কন্ট্যাক্ট চায় না।’
ওড়িশার খেলোয়াড়ের প্লে অ্যাক্টিং!
আর ইস্টবেঙ্গল কোচের সেই ক্ষোভটা একেবারেই স্বাভাবিক। কারণ ৪২ মিনিটে জিকসনকে যে হলুদ কার্ড দেখানো হয়, সেটা মোটেও ফাউল ছিল না। আর ফাউল হলেও কোনওভাবেই হলুদ কার্ড দিতে পারেন না রেফারি। কিন্তু বৃহস্পতিবার সেটাই হয়েছে। মাঝমাঠের কাছে বলটা ধরে ছোট টার্ন নেন জিকসন। সেইসময় পিছন থেকে দিয়েগো মরিসিও আসছিলেন। তাঁর কনুইয়ের কাছে একেবারে হাত বোলানোর মতো জিকসনের হাত লাগে।
আরও পড়ুন: East Bengal: পরপর AFC চ্যালেঞ্জ লিগ এবং ISL-এর ম্যাচ, সূচি পরিবর্তনের অনুরোধ ইস্টবেঙ্গলের
তারপরই মাটিতে পড়ে যান ওড়িশার খেলোয়াড়। গলা ধরে মাটিতে শুয়ে কাতরাতে থাকেন। মাটি চাপড়াতে থাকেন। দেখে মনে হচ্ছিল যে প্রবল লেগেছে। কিন্তু স্পষ্টতই ওটা প্লে অ্যাক্টিং ছিল। তাঁকে হলুদ কার্ডও দেখাতে পারতেন রেফারি। কারণ জিকসনের দিকে ধেয়ে আসেন তিনিই। আর জিকসন কোনওভাবেই হাত ছোড়েননি। টার্নের পরে হাতের যেমন সামান্য মুভমেন্ট হয়, সেটাই হয়েছিল। কিন্তু তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি।
'আমরা রেফারি রিক্রুট করতে পারিনি', তুমুল ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কর্তা
আর তা নিয়ে ম্যাচের মধ্যে তো বটেই, শেষ বাঁশি বাজার পরও ইস্টবেঙ্গলের তরফে তুমুল ক্ষোভপ্রকাশ করা হয়। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘শুধু লাল কার্ড কেন? এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের হলুদ কার্ড দেখানো হয়েছে, ওদের দেখানো হয়নি। বহু ঘটনা এমন আছে, যেখানে আমাদের ফাউল হওয়া উচিত নয়। সেখানে ফাউল দেওয়া হয়েছে। আমরা মনে হয় একটা ভুল করেছি যে রেফারি রিক্রুট করতে পারিনি। হয়তো অন্যান্য টিমগুলি সেটা করতে পেরেছে। এই জায়গাটায় আমাদের ব্যর্থতা আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।