ফিফার তরফে সরকারি ঘোষণা হয়ে গেছে ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে মোট ৬টি দেশে। এই তালিকায় রয়েছে স্পেন, পর্তুগাল, মরক্কো। এছাড়াও দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়েতে বসছে ২০৩০ বিশ্বকাপের আসর। শততম বর্ষ উদযাপনের জন্য উরুগুয়েতে ২০৩০ বিশ্বকাপের ম্যাচ।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
এই প্রথম দুটি মহাদেশের তিনটি দেশ মিলিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অবতীর্ণ হয়েছে। ফিফা কাউন্সিলের সদস্যরা উরুগুয়েতে বিশ্বকাপের শততম বর্ষপূর্তিতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দেন। উরুগুয়ের রাজধানি মন্তেভিদিয়োতে শততম বর্ষ উদযাপন হিসেবে বিশেষ অনুষ্ঠানও আয়োজিত হবে। প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচই হবে আর্জেন্তিনা, প্যারাগুয়ে এবং আর্জেন্তিনায়।
আরও পড়ুন- ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
১৯৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল উরুগুয়ে, সেবার আর্জেন্তিনাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আর প্যারাগুয়েতে দঃ আমেরিকার ফুটবল কনফেডারেশন অবস্থিত। তাই দঃ আমেরিকার এই তিনটি দেশে একই সঙ্গে বিশ্বকাপ আয়োজন হবে। ১৯৩০ সালেও কনমেবল ছিল।
ফিফার তরফে জানানো হয়েছে, সমস্ত কনফেডারেশনের সঙ্গে আলোচনার পরই ফিফা কাউন্সিল এই বিশেষ শতবর্ষ পূরণ সেলিব্রেশনে সায় দিয়েছে. যার ফলে উরুগুয়ে, আর্জেন্তিনা এবং প্যারাগুয়েতে বিশ্বকাপের ম্যাচ হবে।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
এদিকে মরক্কো, পর্তুগাল এবং স্পেনও আবেদন করেছিল ফিফা বিশ্বকাপ ২০৩০ আয়োজন করার জন্য। উয়েফা এবং সিএএফের তরফে তিন দেশের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে স্পেনে অতীতে ফুটবল বিশ্বকাপ আয়োজনের নজির রয়েছে। পর্তুগালও ইউরোপের অন্যতম বড় দেশ, যারা ফুটবল জায়ান্টও বটে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। তিনি ২০৩০এ না খেললেও তাঁর দেশে ইতিহাস তৈরি হতে চলেছে।
এদিকে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতেও একইসঙ্গে ২০৩০ বিশ্বকাপের কয়েকটা ম্যাচ হবে। আসলে ২০১০ সালে দঃ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের পর ব্রাজিল, রাশিয়া, কাতারে বিশ্বকাপ আয়োজন হয়েছে। ২০২৬ বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। ফলে আফ্রিকান ফুটবলকেও সামনে সারিতে রাখতেই ২০ বছরের ব্যবধানে আফ্রিকায় ম্যাচ আয়োজনের দায়িত্ব দিল ফিফা। এদিকে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।