কবে হবে IFA শিল্ড? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরছিল। প্রথমে ঠিক ছিল নভেম্বরে অনুষ্ঠিত হবে এই শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট। কিন্তু স্লট না পাওয়ায় ১৭ মার্চের পর টুর্নামেন্ট আয়োজন করার চিন্তাভাবনা করছে IFA। সেই মর্মে ফেডারেশনের কাছে চিঠি পাঠাতে চলেছে তারা। ওই সময় ফিফা উইন্ডো থাকায় ISL বন্ধ থাকবে, তাই সময়টাকে কাজে লাগাতে চাইছে IFA। তবে শিল্ড কলকাতায় নয়, অনুষ্ঠিত হতে পারে শিলিগুড়িতে। শুধু তাই নয়, প্রতিযোগিতার জৌলুশ বাড়াতে নিয়ে আসা হতে পারে কয়েকটি বিদেশি দলকে। ইতিমধ্যেই কথা বলা হয়েছে ঢাকা মহামেডানের সঙ্গে। অন্যদিকে কথা চলছে ব্রাজিলের অন্যতম সেরা দল বোটাফোগো এফসির সঙ্গে। চলতি মরশুমে ব্রাজিল লিগের শীর্ষে রয়েছে তারা।
যদিও এখনও তাদের অংশগ্রহণের বিষয়টা চূড়ান্ত নয়। সবে মাত্র প্রাথমিক কথাবার্তা হয়েছে। এছাড়াও কথা চলছে নেপাল ও ভুটানের একটি করে ফুটবল দলের সঙ্গেও। শিল্ড খেলতে দেখা যাবে কলকতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামেডানকেও। যদিও অপর প্রধান মোহনবাগান আগেই এই প্রতিযোগিতায় অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল। জানা গিয়েছে, তাও আরও একবার সবুজ-মেরুন কর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবে IFA। অনেকদিন ধরেই বন্ধ রয়েছে শিল্ড। গতবছর প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করেছিল IFA, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জানা যাচ্ছে, সুপার কাপের মতো শিল্ডেও ছয় বিদেশি ফুটবলার খেলানোর অনুমতি দেওয়া হতে পারে।
বোটাফোগোর সঙ্গে কথা চলছে তাদের বেশ কিছু নামী ফুটবলারকে আনার বিষয়ে। প্রথমে ঠিক করা হয়েছিল নভেম্বরে শিল্ড আয়োজন করা হবে। কিন্তু স্লট না পাওয়ায় তা সম্ভব হয়নি। যদি এই সময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো তাহলে বোটাফোগোর তারকা ফুটবলাররা খেলতে আসতে পারত না, কারণ এখন ব্রাজিল লিগ চলছে। মার্চে ব্রাজিল লিগ শেষ হয়ে যাবে। তাই আশা করা হচ্ছে সেই সময় তারকা ফুটবলারদের নিয়েই ভারত সফরে আসবে বোটাফোগো। IFA-এর সচিব অনির্বান দত্ত বলেছেন, ‘নভেম্বরে স্লট পাওয়া যায়নি শিল্ড আয়োজনের জন্য। চেষ্টা করছি মার্চে করার। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি, পুরোটাই প্রাথমিক স্তরে রয়েছে। ব্রাজিলের বোটাফোগোর সঙ্গে কথা হয়েছে। চেষ্টা করা হচ্ছে সিনিয়র দল আনার। নেপাল ও ভুটানের একটি করে দলের সঙ্গে কথা হয়েছে। এবার শিল্ড শিলিগুড়িতে আয়োজিত হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।