এটাই তো ফুটবলের ক্রেজ। বহু দিন পরে এক অবাক করা ছবি দেখল কলকাতা। রবিবারের সূর্য তখনও ওঠেনি, শনিবারের রাত তখন শেষ হয়নি। রাত ৩টে ৩০ মিনিট বাজতে চলেছে, সেই সময়ে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। দলের তারকাকে স্বাগত জানাতে এই সময়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রায় দুই হাজারেরও বেশি ইস্টবেঙ্গল ভক্ত। বিমান বন্দরে গিয়ে তাঁরা তাদের নতুন ফুটবলারকে অভিনব কায়দায় স্বাগত জানান। এমন দৃশ্য শেষ কবে দেখেছিল কলকাতা। এই সময়ে বিমান বন্দরে থাকা সিআইএসএফ কর্মীদেরও এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে চাপে পরতে হয়েছিল এবং প্রায় পদদলিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস যখন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন তখন রাত প্রায় ৩.৩০ মিনিট। গতবারের আইএসএল-এর গোল্ডেন বুটজয়ী গ্রিক ফুটবলারকে ফ্রেমবন্দী করার জন্য সক্রিয় হয়ে উঠেছিল সেই দুই হাজার লাল হলুদ ভক্তের ফোনের ক্যামেরা। তারা তখন একভাবে চিৎকার করছিলেন। তাদের মুখে ‘দিমি দিমি দিমি…’ ধ্বনিতে গর্জে উঠেছিল বিমান বন্দর। এই ভিডিয়ো আর ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… আর কি আশা করত? হঠাৎ করেই বিরাট কোহলি- রবি শাস্ত্রীর বিরুদ্ধে সরব হলেন মহম্মদ শামি
ওই ভিড়ের মধ্যে থেকে কোনও রকমে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে বিমান বন্দরের বাইরে নিয়ে আনা হয়। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরাও। লাল হলুদ সমুদ্রের মধ্যে দিয়ে ভালোবাসার পরশ পেতে পেতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ওঠেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। প্লেন থেকে নেমে সমর্থকদের কাছ থেকে এরকম অভ্যার্থনা পাবেন হয়তো দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস নিজেও কখনও আশা করেননি।
আরও পড়ুন… প্রথমেই সূর্যের কথা বলেননি গম্ভীর, হার্দিক ক্যাপ্টেন না হওয়ার পিছনে রয়েছে এক অন্য গল্প
কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা কেন বলা হয় তা ভালো ভাবেই বুঝতে পারলেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। তখন ঘড়ির কাঁটাতে রাত আড়াইটে বেজে ছিল। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে লোকে লোকেরণ্য। কালো মাথা আর লাল হলুদ জার্সি। ৪এ এক্সিট গেটের বাইরে অপেক্ষা করছেন বহু ইস্টবেঙ্গল সমর্থক। উঠছে স্লোগান। চরমে উঠেছিল উত্তেজনার পারদ। তখনই বোঝা গিয়েছিল কোনও বড় কোনও ফুটবলার আসছে। তাঁকেই স্বাগত জানাতে এমন আয়োজন। আর বিমান বন্দর থেকে বের হতেই দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসও বুঝলেন কেন কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়।
সেই সময়ে বহু ইস্টবেঙ্গল ক্লাব অন্ত ভক্ত জড়ো হয়েছিলেন বিমান বন্দরে। প্রায় মধ্যরাত থেকে প্ৰিয় ক্লাবের হাইপ্রোফাইল বিদেশিকে ফুটবলারকে বরণ করে নেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে উপস্থিত হয়েছিলেন লাল হলুদ জার্সি গায়ে। রাত যখন দুটো-আড়াইটে তখন চারের এ গেটের বাইরে তিল ধারণের জায়গা নেই। কাঁচের গেটের সামনে সশস্ত্র নিরাপত্তা রক্ষী। ডিসপ্লে বোর্ডে ভেসে উঠছে বিভিন্ন রুটের একের পর এক বিমানের নাম। সেই সময়ে রাত প্রায় ৩.৩০ নাগাদ কলকাতায় পা রাখলেন গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। এই ছবি হয়তো তিনিও নিজের জীবনে কখনও ভুলতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।