বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জামশেদপুরের বিরুদ্ধে ২০জনের দলে থাকবেন তিরি, ধোঁয়াশা হাবাসের, জিততে মরিয়া ATKMB

জামশেদপুরের বিরুদ্ধে ২০জনের দলে থাকবেন তিরি, ধোঁয়াশা হাবাসের, জিততে মরিয়া ATKMB

জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান।

মুম্বই সিটি এফসি ম্যাচে হারের যন্ত্রণা নিয়েই সোমবার জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ৩ ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তার ঠিক পরেই ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জামশেদপুর। তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৫ পয়েন্ট।

আইএসএলে মুম্বই সিটিএফসি যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এটিকে মোহনবাগানের। গত মরশুম থেকে এই মরশুম- মুম্বইয়ের কাছে টানা চার ম্যাচে হারল সবুজ-মেরুন ব্রিগেড। গত মরশুমে গ্রুপ লিগের দুই ম্যাচ ছাড়াও আইএসএল ফাইনালেও মুম্বইয়ের কাছে হেরেই ট্রফি জয়ের সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে গিয়েছিল মোহনবাগানের। আর এই মরশুমে ফের তারা মুখোমুখি হয়েছিল বুধবার। সেই ম্যাচে ১-৫ হারে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

এই ম্যাচে হারের যন্ত্রণা নিয়েই সোমবার জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ৩ ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তার ঠিক পরেই ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জামশেদপুর। তাদের সংগ্রহ ৩ ম্যাচে ৫ পয়েন্ট।

জামশেদপুরের সঙ্গে এটিকে মোহনবাগান মোট ৬টি ম্যাচ খেলেছে। হাবাস ব্রিগেড জিতেছে ৩টি ম্যাচ। হেরেছে ১টি ম্যাচ। ২টি ম্যাচ তারা ড্র করেছে। সেই দিক থেকে দেখতে গেলে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন বাহিনী।

জামশেদপুর ম্যাচের আগে ওটিকে মোহনবাগান কোচ যা বলেছেন:

তিরির দলে থাকা নিয়ে প্রশ্ন

তিরি সুস্থ রয়েছে। ও মাঠে নামার অবস্থায় রয়েছে। ২০ জনের দলে ওকে রাখা হবে। দেখা যাক খেলাতে পারে কি না।

নজরে জামশেদপুর

ওদের কোচ খুব ভাল। খুব সিরিয়াস। ওঁকে এবং ওঁর দলকে শ্রদ্ধা করি। ম্যাচটায় ভাল লড়াই হবে। সমানে সমানে লড়াই হবে। বিপক্ষের কোনও বিশেষ খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চাই না। ভাল্সকিস আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ওদের ভাল সেন্ট্রাল মিডফিল্ডারও আছে। ভাল মানের ভারতীয় ফুটবলারও রয়েছে ওদের দলে। প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। লড়াকু দল।

মুম্বই ম্যাচে হারের কারণ

ওই ম্যাচটা আমার কাছে অতীত। আর এই ব্যাপারে আমি কোনও অজুহাতও দিতে চাই না। হেরে অজুহাত দেওয়ার অভ্যাসটা মোটেই ভালো নয়। আমার মনে হয় মুম্বই ওই ম্যাচে আমাদের চেয়ে ভাল খেলেছে। রেফারিও সে দিন আমাদের যথেষ্ট হেনস্থা করেছেন।

মুম্বইয়ের বিরুদ্ধে কেন চার ডিফেন্ডার ছিল দলে?

বিপক্ষের শক্তি ও কৌশল অনুযায়ী ঠিক করতে হয় তিন, চার না পাঁচ ডিফেন্ডারে খেলব। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে আমরা চার ডিফেন্ডারে খেলেছিলাম। অনুশীলনেও আমরা চার ডিফেন্ডারে খেলার অভ্যাস করেছি।

বাগানের লক্ষ্য

আমাদের দর্শন হচ্ছে প্রতি ম্যাচ ধরে ধরে খেলা। প্রতি ধাপে ধাপে এগোতে হবে আমাদের। একটা ম্যাচ হয়ে গেলে আর সেই ম্যাচটা নিয়ে ভাবি না। তিন-চার দিন অন্তর প্রতিটা ম্যাচ খেলতে হলে বেশি ভাবার সময় পাওয়া যায় না।

অনুজ্জ্বল রয় কৃষ্ণ-হুগো বৌমাস জুটি

ব্যক্তিগত ভাবে একজন বা দু’জন খেলোয়াড়ের জন্য গোটা দলের লাভ বা ক্ষতি কিছুই হয় না। এই রকম পরিস্থিতিতে একশো শতাংশ দেওয়াটাও কঠিন। দিলেও যদি তাদের সতীর্থরা ভাল না খেলে, তাতে দলের কোনও লাভ হয় না। অন্যদেরও দ্রুত উন্নতি করতে হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শাখা প্রশাখা ছড়াতেই মেট্রো নিয়ে উঠল গুরুতর অভিযোগ, ঘটতে পারে বড়সড় বিপদ! মায়ের বান্ধবীকে বিয়ে বিরসার! পুলে খালি গায়ে বউকে জড়িয়ে বললেন, ‘বুকে বিদিপ্তা’ প্রেমে বিশ্বাসঘাতকতা একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে, দেখুন আজকের প্রেম রাশিফল কমলা টুপির দৌড়ে কোহলির পরেই রুতুরাজ, বেগুনি টুপির রেসে পাঁচের মধ্যে মুস্তাফিজুর কবে ভারতে বাকি S-400 মিসাইল সিস্টেমগুলি পাঠাবে রাশিয়া? সামনে এল নয়া তথ্য LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে বিয়েতে পাননি সুখ! ‘পালিয়ে বিয়ে করায় মায়ের মন ভেঙেছিলাম’, স্বীকার করে নিলেন জিনাত 'ওরা নিজেদের ভাবে…', ভারত নিয়ে নাক গলানোর জেরে পশ্চিমী মিডিয়াকে তোপ জয়শঙ্করের ২০১৬ প্যানেল বাতিলে স্কুলগুলিতে কতটা শূন্যতা তৈরি হবে? সামনে বিস্ফোরক পরিসংখ্যান ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল

Latest IPL News

LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.