ভেনিজুয়েলার বিরুদ্ধে ৩-০ জয় পাওয়ার পরেও, পেরুর বিরুদ্ধে নাকি পরীক্ষানিরীক্ষার রাস্তায় হাঁটবেন ব্রাজিল কোচ তিতে। এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত কি আদৌ সঠিক? কী বলছেন ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে যাওয়া ব্রাজিলিয়ান মার্কোস ফালোপা?
ফালোপা অবশ্য মনে করেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখেই কোচ হয়তো পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটছেন। নিজের টিম নিয়ে তিনি আত্মবিশ্বাসী, তাই হয়তো পরীক্ষা নিরীক্ষার কথা ভাবছেন। তবে যে দলটি ভাল ভাবে জিতছে, ছন্দে রয়েছে, তাদের নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আবার বুমেরাং না হয়ে যায়।’
ভেনিজুয়েলার বিরুদ্ধে জিতলেও প্রথমার্ধে ব্রাজিল কিন্তু বেশ নড়বড় করছিল। চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না তাদের। ৩-০ জিতলেও অনেক খামতি কিন্তু চোখে পড়েছে নেইমারদের। ব্রাজিল থেকে ফালোপার দাবি, ‘আসলে ওদের প্রথম ম্যাচ ছিল। মানিয়ে নিতেও একটু সময় তো লাগবেই। আগে থেকে কেন নেগেটিভ ভাবব। প্রথম ম্যাচে ব্রাজিল ৩-০ জিতেছে। পেরুকে হারালে পরের পর্বে চলে যাবে তারা। তাই আমি এই ব্রাজিল দল নিয়ে আশাবাদী।’
পেরু ম্যাচে আক্রমণে খেলতে পারেন এভার্টন রিবেইরো, এভার্টন এবং গ্যাব্রিয়েল বারবোসা। রবার্তো ফির্মিনহো ভেনিজুয়েলা ম্যাচে বেঞ্চেই ছিলেন। প্র্যাক্টিস ম্যাচেও অংশ নিতে দেখা যায়নি তাঁকে। ডিফেন্সে মারকুইনোসের বদলে মিলিতাওয়ের সঙ্গী হতে পারেন থিয়েগো সিলভা। এবং মাঝমাঠেও কিছু পরিবর্তন হতে পারে। ক্যাসেমিরোর বদলে ফ্রেডের সঙ্গে ফ্যাবিনোকে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই টিম নিয়ে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তিতে। প্রসঙ্গত গত বার পেরুকে হারিয়েই কোপা জিতেছিল ব্রাজিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।