প্রিমিয়র লিগে অঘটন। টটেনহ্যামের কাছে আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। পরপর দুই ম্যাচ জয়ের পর আটকে গেল পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। এই ম্যাচে হারের পর কিছুটা হলেও ধাক্কা খেল ম্যান সিটি।
এই ম্যাচের শুরুতেই সিটিকে ধাক্কা দেন হ্যারি কেন। ম্যাচের শুরুতেই অর্থাৎ ১৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচে একটি মাত্র গোল হলেও শুরুতেই সিটির দাপট বন্ধ করে দেন টটেনহ্যামের ফুটবলাররা। শুরুতেই গোল হজম করায় স্বাভাবিক ভাবেই পিছিয়ে পড়ে সিটি। কোনও ভাবেই ম্যাচে ফিরতে পারেনি তারা।
সিটির বিরুদ্ধে ১-২-৪-৩-১ ফরমেশনে দল সাজান টটেনহ্যাম কোচ ক্রিস্টিয়ান স্টেলিনি। আর তাতেই বাজিমাত করে টটেনহ্যাম। অন্যদিকে ম্যান সিটি ২-৪-৪-১ ফরমেশনে দল সাজান গুয়ার্দিওয়ালা। কিন্তু তাতে কোনও লাভের লাভ কিছু হয়নি। কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ পকেটে পুরে নেয় টটেনহ্যাম।
১৫ মিনিটের মাথায় গোল হজম করার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ম্যান সিটি। কিন্তু ফিরতে পারেনি। এই ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়লেন হ্যারি কেন। টটেনহ্যামের হয়ে সর্বাধিক গোলের নজির গড়লেন তিনি। এতদিন এই নজির ছিল জিমি গ্রিভসের। টটেনহ্যামের হয়ে ২৬৭টি গোল করে সেই নতুন নজির গড়লেন হ্যারি কেন।
প্রথমার্ধে ১ গোলে এগিয়ে শেষ করে টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। নইলে ফলাফল অন্য হতেই পারত। কিন্তু এই ম্যাচে একাধিক কার্ড দেখাতে হয় রেফারিকে। ম্যাচে পিছিয়ে যাওয়ায় কিছুটা হলেও বডি টাচিং ফুটবল খেলতে থাকে সিটি। ম্যান সিটির হয়ে হলুদ কার্ড দেখেন গ্রেলিশ, ওয়াকার এবং এডারসন।
তবে জোড়া হলুদ কার্ড দেখে ৮৭ মিনিটের মাথায় মাঠ ছাড়েন টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় টটেনহ্যামকে। কিন্তু তারপরও গোলের মুখ দেখতে পারেনি ম্যান সিটি। এই ম্যাচ হারের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম।
অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে খেলতে নামে লিডস ইউনাইটেড। সেই ম্যাচে ১৪ মিনিটের মাথায় ব্রেননান জনসনের গোলে জিতে নেয় নটিংহ্যাম ফরেস্ট। লিডস ইউনাইটেড আর কোনও গোলই করতে পারেনি। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।