দুর্দশা অব্যাহত ম্যানচেস্টার সিটির। টানা ৫ ম্যাচ হেরে নয়া রেকর্ড গড়ল টানা ৪ বারের EPL চ্যাম্পিয়নরা। এবার ঘরের মাঠে টটেনহ্যামের কাছে ৪-০ ব্যবধানে পরাজিত হতে হল তাদের। ২০০৬ সালের পর এবার ফের একবার টানা ৫ ম্যাচ হারের নজির গড়ল সিটি। পাশাপাশি ভেঙে গেল ঘরের মাঠে টানা ৫২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার। বল পজিশন ও শট নেওয়ার নিরিখে এগিয়ে থাকলেও কাজের কাজটা করতে পারেনি সিটি ফুটবলাররা।
এদিনের ম্যাচে টটেনহ্যামের জয়ের নায়ক জেমস ম্যাডিসন। জোড়া গোল করেন তিনি। ম্যাচের ১৩ এবং ২০ মিনিটে গোল দু'টি করেন এই ইংরেজ মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে টটেনহ্যামের হয়ে লিড বাড়ান পেদ্রো পোরো, ৫২ মিনিটে গোল করে যান তিনি। এর পর সিটির কফিনে শেষ পেরেকটি মারেন ব্রেনান জনসন। অতিরিক্ত সময় গোল করেন তিনি। শেষ কবে ম্যানচেস্টার সিটি এতো বড় ব্যাধানে ঘরের মাঠে পরাজিত হয়েছিল তা মনে করতে হলে বেগ পেতে হবে। ইউরোপের অন্যতম শক্তিশালী এই দলের লাগাতার পরাজয় মেনে নিতে পারছেন না তাদের সমর্থকরা, হতাশ কোচ পেপ গুয়ার্দিওয়ালাও।
সিটি ঘরের মাঠে শেষ ম্যাচটি হেরেছিল ২০২২ কাতার বিশ্বকাপের আগে। ২০০৩ সালে ঘরের মাঠে আর্সেনালের কাছে ৫-১ গোলে হারের পর এটাই ছিল ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কোচ পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিটি। ২০২৭ পর্যন্ত কোচ থাকবেন তিনি। তবে প্রিমিয়ার লিগে হারের হ্যাট্রিক করে বেশ চাপে রয়েছেন গুয়ার্দিওয়ালা। তিনি বলেন, ‘গত ৮ বছরে আমরা কখনও এরকম পরিস্থিতির মুখোমুখি হইনি। আমাদের এবার ঘুরে দাঁড়াতে হবে। পরের ম্যাচগুলি জিততে হবে, বিশেষ করে পরেরটা। আমরা এই মুহূর্তে একটাই বিষয় নিয়ে ভাবছি। আশা করি পরের সপ্তাহে পরিবর্তন লক্ষ্য করা যাবে।’
এদিনের ম্যাচে হারের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে লিগে প্রথম স্থানে থাকা লিভারপুলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৫। লিভারপুল এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ২৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে। রবিবার রাতে প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচ খেলতে নামবে লিভারপুল, তাদের প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। এই ম্যাচে যদি লিভারপুল জয় পায় তবে তারা সিটির থেকে ৮ পয়েন্ট এগিয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।