ক্লাব ফুটবল মরশুম ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যেসব ফুটবল তারকা নিজেদের দেশের হয়ে খেলছেন না তাঁরা বর্তমানে ছুটি কাটাতে ব্যস্ত। নিজের দেশ ব্রাজিলে ছুটি কাটাতে গিয়েই চরম বিপাকে পড়লেন টটেনহ্যাম হটস্পারের রাইট-ব্যাক এমারসন রয়্যাল।
ব্রাজিলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (৩ জুন) ভোররাতে সাও পাওলোতে এক নাইটক্লাব থেকে ভোররাত তিনটের সময় ফিরছিলেন এমারসন। তাঁকে দেখে এক পুলিশ অফিসার তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। সেই সময় ডাকাতের খপ্পরে পড়েন তিনি। ডাকাতদের কাছে বন্দুক ছিল। তাদের আসতে দেখে পুলিশ অফিসার নিজের বন্দুক বার করে গুলি চালান। রিপোর্ট অনুযায়ী ২৯ রাউন্ড গুলি চলে, যার মধ্যে একটি এক ডাকাতের পিঠে লাগায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এমারসন ওই জায়গা থেকে কোনওরকমে প্রাণে বেঁচে ফেরেন। তবে তাঁর ঘড়ি ও সোনার চেন খোয়া যায়। এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ভীত এমারসন। ২৩ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবলার জানান, ‘আমি পার্টি করছিলাম এবং সেখান থেকে বেরোনোর পথেই এই গোটা ঘটনাটি ঘটে, যা খুবই খারাপ। এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। আমি চাই না এমনটা যেন আর কারুর সঙ্গে হোক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।