বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Footballers Transfer News: হাবাসের হাত ধরে ইন্টার কাশীর পথে মোহনবাগানের জনি কাউকো! ISL নয় এবার খেলবেন আইলিগে

Footballers Transfer News: হাবাসের হাত ধরে ইন্টার কাশীর পথে মোহনবাগানের জনি কাউকো! ISL নয় এবার খেলবেন আইলিগে

হাবাসের হাত ধরে ইন্টার কাশীর পথে মোহনবাগানের জনি কাউকো (ছবি-এক্স @MarcusMergulhao)

কোচ হাবাসের নির্দেশ মেনেই খেলোয়াড়দের সই করাচ্ছে বারাণসীর ফুটবল ক্লাব ইন্টার কাশী। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনি কাউকো। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই জনি কাউকোর যোগদানের কথা ঘোষণা করবে ইন্টার কাশী। যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে চলেছে।
  •  
  • আসন্ন মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য নিয়ে দল তৈরি করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব। সেই কারণেই গত মাসেই আন্তোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে নিযুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। তবে এখানেই থেমে থাকেনি তাঁরা। কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের সই করাচ্ছে বারাণসীর ফুটবল ক্লাব ইন্টার কাশী। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনি কাউকো। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই জনি কাউকোর যোগদানের কথা ঘোষণা করবে ইন্টার কাশী। যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে চলেছে।

    ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোর উপস্থিতিতে মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আইলিগের এই ক্লাবের। উল্লেখ্য, গত ফুটবল মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে আইএসএল খেলেছিলেন কাউকো। মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার। এবার ইন্টার কাশীতে নিজের চমক দেখাতে চাইবেন জনি কাউকো।

    আরও পড়ুন… Cocaine Controversy: কোকেন কিনতে গিয়ে প্যারিসে গ্রেফতার অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় টম ক্রেগ

    ইন্টার কাশীর কোচ হিসাবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম আসার পরেই মনে করা হয়েছিল উত্তরপ্রদেশের ক্লাবটি মোহনবাগানের বেশকিছু ফুটবলারকে টার্গেট করতে পারেন। এবার ইন্টার কাশীর পথে পা বাড়িয়ে সেই জল্পনাকেই নিশ্চিত করতে চলেছেন মোহনবাগানের আরেক প্রাক্তন সদস্য। সূত্রের খবর, জনি কাউকোকে সই করাতে চলেছে ইন্টার কাশী। তবে এখনও এই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি। আই লিগ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে জনি কাউকোকে দলে নিতে পারে বারাণসীর ফুটবল ক্লাব ইন্টার কাশী।

    আরও পড়ুন… Los Angeles Olympics 2028-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন, দেশে ফিরেই জানালেন মনু ভাকের

    গত মরশুমে প্রথমবার আই লিগ খেলেছে ইন্টার কাশী। গত মরশুমে তারা লিগে চতুর্থ স্থানে শেষ করেছে। এবার শুরু থেকেই দল গঠনের উপর জোর দিয়েছে তারা। মোহনবাগানকে আইএসএল লিগ-শিল্ড জেতানো কোচকে দলে নিয়ে আগেই চমক দিয়েছিল ইন্টার কাশী। এবার কাউকো সেই দলে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, দলের নতুন কোচ নিজে নাকি কথা বলেছেন কাউকোর সঙ্গে। ইন্টার কাশীর কোচ হিসাবে তিনি অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে চান। জানা যাচ্ছে, এই বিষয় নিয়ে দুতরফে আলোচনা অনেকটাই এগিয়েছে। আসন্ন আই লিগে ইন্টার কাশীর জার্সিতেই দেখা যাবে কাউকোকে, সেই সম্ভাবনা প্রবল। বিষয়টি কেবল আনুষ্ঠানিক সিলমোহরের অপেক্ষায় বলেই খবর।

    আরও পড়ুন… Paris Olympics Day 12 India Result: ফোগটকে বাতিল করা থেকে মীরাবাই চানুর পদক হাতছাড়া, এখনও ৬৭ নম্বর স্থানে ভারত

    জানা গিয়েছে ডুরান্ড কাপের পরেই ইন্টার কাশীর দায়িত্ব গ্রহণ করবেন হাবাস। প্রসঙ্গত, আগের মরশুমের দ্বিতীয় পর্বে মোহনবাগানে কোচ ছিলেন তিনি। মাঝপথে কোচের পদে এসে সবুজ-মেরুন শিবিরকে আইএসএল লিগ-শিল্ড দিয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে আছে দুটো আইএসএল খেতাবও। তবে মরশুম শেষেই তাঁর সঙ্গে মোহনবাগানের পথ আলাদা হয়ে গিয়েছিল। সেই জায়গায় এসেছেন আরেক স্প্যানিশ কোচ হোসে মোলিনা। এবার হাবাসের নতুন যাত্রা শুরু হবে ইন্টার কাশীতে। শোনা যাচ্ছে সেখানেও তাঁর সঙ্গী হতে চলেছেন প্রাক্তন মোহনবাগানি জনি কাউকো। আইএসএল-এর একাধিক ক্লাব থেকে ডাক থাকলেও, শেষ পর্যন্ত হাবাসের হাত ধরে আইলিগে খেলতে চলেছেন লিগ শিল্ড জয়ী তারকা জনি কাউকো।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম মতপার্থক্য আছে কিন্তু….কুণালের অডিয়ো ফাঁস' নিয়ে সাফাই জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ব্যবস্থা হিজাব নেই কেন? তরুণীদের মারধর বাংলাদেশে, ছেড়ে দিতে আকুতি, আটক মাদ্রাসার ছাত্র

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.