বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ‘গোল করতে পারিনি, পাসিং, ক্রস- সবেতে পিছিয়ে ছিলাম’, লিগশিল্ড হাতছাড়া করে দাবি ATK MB কোচের

‘গোল করতে পারিনি, পাসিং, ক্রস- সবেতে পিছিয়ে ছিলাম’, লিগশিল্ড হাতছাড়া করে দাবি ATK MB কোচের

জুয়ান ফেরান্দো।

২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে জামশেদপুর লিগশীর্ষে থাকল। তারা জিতে নিল লিগশিল্ড। আর এটিকে মোহনবাগান ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে থাকল তিনে। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল হায়দরাবাদ এফসি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স চারে শেষ করল।

২ গোলের ব্যবধানে জিতলেই লিগশিল্ড জিততে পারত এটিকে মোহনবাগান। সেখানে জামশেদপুরের কাছে ০-১ হেরে বসে থাকল এটিকে মোহনবাগান। স্বভাবতই আরও একবার ভেঙে গেল লিগশিল্ড জয়ের স্বপ্ন। গত বারও মুম্বই সিটি এফসি-র কাছে হেরেই লিগশিল্ড জেতা হয়নি বাগানের।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হেরে স্বাভাবিক ভাবেই হতাশ এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। আক্রমণে ধার যে আরও বাড়াতে হবে তাদের, তা স্বীকার করে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। 

মঙ্গলবার সকাল থেকেই সেমিফাইনালের পরিকল্পনা তৈরি শুরু করবেন ফেরান্দো। লিগের শেষ ম্যাচে হারের পরে সাংবাদিকদের ফেরান্দো সাংবাদিকদের যা বললেন:

লিগের শেষ ম্যাচে এই হারের পরে কী বলবেন?

মোটেই ভালো লাগছে না। দু’গোলে জেতাটা মোটেই সোজা ছিল না। ওরা গোল করার পরে কাজটা আরও কঠিন হয়ে গেল। আমরা ম্যাচে ফেরার জন্য সব কিছুই করেছি। কিন্তু সফল হতে পারিনি। তবে পাসিং, ক্রস এগুলোতে আমরা এগিয়ে থাকতে পারিনি। তাই যে ফল হওয়ার সেটাই হয়েছে। এখন সেমিফাইনাল নিয়ে ভাবনা শুরু করতে হবে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ানোর জন্য ডেভিড, প্রবীরদের নামান। কিন্তু বৌমাস না থাকায় আপনার পরিকল্পনা এ দিন কি কার্যকর হয়নি?

রয়, উইলি, লিস্টন, মনবীর, কিয়ান, প্রবীর, শুভাশিস সবাই মিলেই খুব চেষ্টা করেছে গোল করার। একজন ছিল না বলে অজুহাত দেওয়াটা উচিত হবে না। সব রকম ভাবেই চেষ্টা করেছিলাম আমরা। বক্সের খুব কাছাকাছিই খেলেছি আমরা। ওদের গোল এরিয়ায় প্রচুর পাসও খেলেছি। কিন্তু ওদের দুর্ভেদ্য ডিফেন্সে আজ আমরা আটকে গিয়েছি। আমাদের আক্রমণে আরও ধার বাড়াতে হবে। জায়গা কাজে লাগানোর ব্যাপারে আরও উন্নতি করতে হবে। ভুলগুলো শোধরাতে হবে। একজন খেলোয়াড় না থাকা নিয়ে হা হুতাশ করে লাভ নেই।

এই ধরনের হারের পরে অন্য কোচেদের অনেককে বিরক্ত হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে দেখা গিয়েছে। আপনি তা না করে মাঠে দাঁড়িয়ে বিপক্ষের ও নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। এটা কি আগে থেকেই ঠিক করা ছিল?

ওরা ৪-৫ মাসের লিগের পরে টানা সাতটা ম্যাচ জিতে লিগ টেবলে এক নম্বর জায়গাটা অর্জন করতে পেরেছে। মাঠে থেকে ওদের অভিনন্দন জানানোটা আমার কর্তব্য ছিল। সেটাই করেছি। সারা মরশুমই ওরা ভাল খেলেছে। জামশেদপুরের এটা প্রাপ্য ছিল।

এ বার আপনাদের সামনে সেমিফাইনাল। কী ভাবছেন আসন্ন এই লড়াই নিয়ে?

এখনই ভাবতে পারছি না। ঘণ্টা দুয়েক সময় লাগবে আমার স্বাভাবিক হতে। তার পরে ভাবনা শুরু করব। দলের কারও মনই ভাল নেই। তবে কাল নতুন দিন। এখন কোচ হিসেবে আমার কাজ খেলোয়াড় ও কোচিং স্টাফদের চাঙ্গা করে তোলা।

সেমিফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে হবে আপনাদের, যে দলটার বরাবরই প্রশংসা করেছেন আপনি। সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে কী বলবেন?

সেমিফাইনালে যতগুলো দল উঠেছে, তাদের প্রত্যেকেই যোগ্য দল হিসেবে এই জায়গায় পৌঁছেছে। মরশুমটা ভাল কাটছে তাদের। এখন আমাদের প্রত্যেকেরই উচিত উপভোগ করে ফুটবলটা খেলা। চাপ তো থাকবেই। তবে হায়দরাবাদের মতো ভাল দলের বিরুদ্ধে খেলাটাও ভাল অভিজ্ঞতা। আমার মনে হয় নক আউট পর্বে প্রতিটা ম্যাচই ভাল হবে। প্রত্যেক দলই জেতার চেষ্টা করবে। তবে মনে হয়, ২০টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এ বার শেষ তিনটি ম্যাচ সবাই উপভোগ করার চেষ্টা করবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! আয়কর নোটিশের বিরুদ্ধে গর্জে উঠল সিপিএম, সীতারাম ইয়েচুরির চিঠি নির্বাচন কমিশনকে বাংলায় BJP-র থেকে পিছিয়ে থাকবে TMC! আসন ধরে ধরে জানুন কে কোথায় জিততে পারে? একই T20 ম্যাচে চার বোলারের 'হাফ-সেঞ্চুরি', লজ্জার বিশ্বরেকর্ড RCB-র স্বরাষ্ট্র মন্ত্রকে লাগল আগুন, পুড়ল নথি ও কম্পিউটারও, তখন অফিসে ছিলেন না শাহ এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন ‘শারীরিক সম্পর্কের সুখ’ আগেই ছেড়েছেন! বৈশাখীর দাবি, ‘শোভনই আমায় সভ্য করেছে…’ অসম-মেঘালয়ের ৫টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল, জিততে পারবে মমতার দল? একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেন্দু গড়ের আসন জেতার নির্দেশ রাম নবমীতে শ্রী রামকে নিবেদন করুন এই বিশেষ ৫ রকমের ভোগ, পূর্ণ হবে সব মনস্কামনা

Latest IPL News

‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি আমি গিয়ে ফ্যাফকে বলি..মানসিক,শারীরিকভাবে ফিট হতে আইপিএল থেকে বিরতি ম্যাক্সওয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.