শুভব্রত মুখার্জি:- ভারত ও পাকিস্তানের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। তার প্রভাব পড়েছে খেলার জগতেও। বিশেষ করে ক্রিকেটে। আইসিসির ইভেন্ট ছাড়া আর অন্য কোন দ্বিপাক্ষিক সিরিজে এক দশকের বেশি সময়ে মুখোমুখি হয় না ভারত এবং পাকিস্তান। এর মাঝেই বেশ একটা বিস্ময়কর খবর বলা যায় যা সামনে এসেছে তা হল পাকিস্তান সিনিয়র ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এক ভারতীয়! ঠিক ভারতীয় বললে হয়তো পুরোটা বলা হল না। দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক! শুক্রবার পাকিস্তানের ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তৃষান প্যাটেল।
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? হারের কারণ তুলে ধরলেন সঞ্জু স্যামসন
তবে শুধুমাত্র সহকারী কোচ নয় পাকিস্তান সিনিয়র ফুটবল দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবেও কাজ করবেন তিনি। চুলচেরা বিশ্লেষণ করবেন ফুটবলারদের পারফরম্যান্সের। ইতিমধ্যেই তৃষান ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোচিংয়ের ক্ষেত্রে খুব বেশি অভিজ্ঞ না হলেও আধুনিক কোচিংয়ের বেশ কিছু ডিগ্রি রয়েছে তাঁর। উয়েফা এ লেভেল কোচিং লাইসেন্স রয়েছে তাঁর। এর আগে পাকিস্তান দলকে তিনি অনলাইনে কোচিং করাচ্ছিলেন।এই প্রথম দলের সঙ্গে যোগ দিয়েছেন তৃষান প্যাটেল।
আরও পড়ুন… কার পরামর্শে শাহবাজকে ইমপ্যাক্ট প্লেয়ার করা হল! রহস্য ফাঁস করলেন SRH ক্যাপ্টেন প্যাট কামিন্স
পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান দলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে সহযোগিতা করবেন তৃষান। বিশ্বকাপের এশিয়া জোনের প্রিলিমিনারি কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে ভালো পারফরম্যান্স করতে দলকে সাহায্য করবেন তিনি।’
আরও পড়ুন… শাস্তি পেলেন শিমরন হেতমায়ের! IPL-এর আচরণবিধি লঙ্ঘন করায় RR-এর তারকা ব্যাটারের জরিমানা
সৌদি আরব এবং তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের। এই ম্যাচে দলের সঙ্গেই থাকবেন তৃষান। ৬ জুন ঘরের মাঠে সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান দল। এরপর ১১ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে পাকিস্তান। তৃষান এর আগে লিভারপুল অ্যাকাদেমির হয়ে কোচিং করিয়েছেন। পাশাপাশি লুটন টাউন এফসিতেও কোচিং করিয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।