এই প্রথম বার মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ হচ্ছে। আর এ বার কাতার বিশ্বকাপে চমক দিচ্ছে আরবের দলগুলি। মঙ্গলবার প্রথমে আর্জেন্তিনাকে হারিয়ে সকলকে হতবাক করে দেয় সৌদি আরব। তার পরে আবার ডেনমার্ককে আটকে দেয় তিউনিশিয়ার মতো তুলনামূলক দুর্বল টিম। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।
তিউনিশিয়ার স্ট্র্যাটেজির কাছেই আটকে যায় ড্যানিশরা। যে কারণে বিশ্বকাপের শুরুটা ডেনমার্কের প্রত্যাশা মতো হল না। আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ ডি-এর ম্যাচে তিউনিশিয়ার মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এরিকসেনদের।
পুরো ম্যাচ জুড়ে একাধিক সুযোগ তৈরি করেও, সেগুলি হাতছাড়া করেছে দুই দলই। তার খেসারতই দিতে হয়েছে ডেনমার্ককে। তিউনিশিয়াও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছে। এর সঙ্গে তো রয়েইছে অফসাইডের কারণে গোল বাতিলের গল্প।
আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে অঘটন, মেসিদের ২-১ হারিয়ে ইতিহাস সৌদির
এ দিন ৩-৫-২ ফর্মেশনে দল সাজিয়েছিল ডেনমার্ক। অন্য দিকে তিউনিশিয়া খেলেছে ৩-৪-২-১ ফর্মেশনে। ম্যাচের ২৩ মিনিটের মাথায় তিউনিশিয়াকে প্রায় এগিয়ে দিয়েছিলেন ইসাম জেবালি। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
তবে প্রথমার্ধে ডেনমার্ক কিন্তু বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তারা আসলে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটের মাথায় ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিমের গোলও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: সৌদির কাছে হেরে লড়াইটা কঠিন করলেন মেসিরা,কোন অঙ্কে নকআউটে যেতে পারে আর্জেন্তিনা
এর পর ৬৯ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান এরিকসেন বাঁ পায়ে একটি দারুণ গোলমূখী শট নিয়েছিলেন। কিন্তু তিউনিশিয়ার গোলকিপার আয়মেন দাহমেন সেটি বাঁচিয়ে দেন। পুরো ম্যাচ জুড়ে ডেনমার্ক মোট গোলমুখী শট নিয়েছিল ১১টি। অন্যদিকে তিউনিশিয়া গোলের উদ্দেশ্যে শট নিয়েছিল ১৩টি। তবে গোল করতে পারেনি কোনও দলই। গোলশূন্য ড্র হলেও কিন্তু ম্যাচে রঙের অভাব ছিল না। পরতে পরতে ছিল টানটান উত্তেজনা।
এই গ্রুপ ডি-তেই রয়েছে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। এ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। যদিও ডেনমার্কের কাছে লড়াইটা এখনও কঠিন হয়ে যায়নি। তবে এই ম্যাচ জিতে থাকলে গ্রুপে সুবিধেজনক জায়গায় পৌঁছে যেতে পারত ডেনমার্ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।