কলকাতাকে দেশ এবং বিদেশ যেই কারণে চেনে তার মধ্যে অন্যতম হল ট্রাম এবং হলুদ ট্যাক্সি। কালের নিয়মে দুটোই হারিয়ে যেতে বসেছে। আগেই আর কলকাতায় ট্রাম চালানো হবে না বলে ঠিক করেছিল রাজ্য সরকার। কারণ, সে নাকি রাস্তায় বড্ড যানজট সৃষ্টি করে! সম্প্রতি লালবাতি পড়ে গেছে হলুদ ট্যাক্সির সামনেও। হয়তো হাতে গোনা কয়েকটা লক্ষ্য করতে পারবেন এখনও, তবে তার মেয়াদও খুব বেশি দিন নেই। কিন্তু এসবের মাঝে একটা ভালো খবর এলো সুদূর কানাডা থেকে। কলকাতার রাস্তায় ‘ব্রাত্য’ ট্রাম চেয়ে পাঠিয়েছে তারা। হটাৎ এমন আবদার কেন? আসলে সামনে রয়েছে ফিফা বিশ্বকাপ। যার অন্যতম আয়োজক দেশ কানাডা। তারা চাইছে বিশ্বকাপ চলাকালীন ট্রাম দুটি ভ্যানকুভার সিটিতে চালাতে।
১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে কানাডার ভ্যানকুভারে দুটি ট্রাম পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সারা দিয়েছে রাজ্য সরকার। তারা দুটি ট্রাম কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টি এতো সহজ নয়। ইতিমধ্যেই ট্রাম সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে এই ক্ষেত্রে ট্রাম পাঠানোর জন্য আদালতের সম্মতির প্রয়োজন আছে। মঙ্গলবার শুনানি চলার সময় রাজ্যের আইনজীবী এই বিষয়ে আবেদন জানান। ভ্যানকুভার সিটি কর্তৃপক্ষ সরকারের মাধ্যমে রাজ্যের পরিবহন দপ্তরের কাছে ফিফা বিশ্বকাপের জন্য দুটি ট্রাম চেয়ে আবেদন জানিয়েছে। এই বিষয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানতে চান, ‘বিশ্বকাপের পর ট্রামগুলি ফের ফিরে আসবে?’
রাজ্যের আইনজীবী জানিয়েছেন, ১.৭ কিলোমিটার বিশেষ রুটে দুটি ট্রাম চলমান ঐতিহ্য প্রদর্শনের অংশ হিসাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভ্যানকুভার সিটি কর্তৃপক্ষ। যদি পরে ভারত সরকার ও রাজ্য সরকার মনে করে তাহলে তা উপহার হিসাবে কানাডা সরকারকে দেওয়া হবে। বিষয়টি শুনে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশে যাচ্ছে, এতে আমাদের অত্যন্ত আনন্দ হওয়া উচিত।’ যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও সম্মতি দেয়নি আদালত। রাজ্যের আইনজীবীকে পৃথকভাবে আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, ২০২৬ সালে ২৩ তম ফিফা বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। আয়োজক দেশ হিসাবে নাম রয়েছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী বছর প্রথমবার ফিফা বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নেবে। এতদিন পর্যন্ত ৩২টি দল অংশ নিয়ে থাকত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।