Inter Miami vs Atlanta United: প্রতিভা কি জিনগতভাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়? এই বিতর্ক দীর্ঘদিনের। অনেকেই মনে করেন যে এটি গুরুত্বপূর্ণ, তবে সঠিক পরিবেশ ও কঠোর পরিশ্রমও সমানভাবে প্রয়োজন। তবে মনে হচ্ছে, লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসির ক্ষেত্রে জিনই কাজ করেছে। ১২ বছর বয়সি থিয়াগো বর্তমানে ইন্টার মায়ামির অ্যাকাডেমিতে খেলছেন, যেখানে তার বাবা মেজর লিগ সকারের (MLS) সিনিয়র দলে খেলেন।
সম্প্রতি থিয়াগো U-13 MLS কাপে অংশ নিয়ে নজর কেড়েছেন। অসাধারণ পারফরম্যান্স করেছেন মেসির বড় ছেলে। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে তার দল ১২-০ গোলে জয় পেয়েছে, যেখানে একাই ১১টি গোল করেছেন থিয়াগো। ম্যাচের ১২তম মিনিটেই গোলের খাতা খুলে প্রথমার্ধেই আরও চারটি গোল করেন মেসির ছেলে। দ্বিতীয়ার্ধে নিজের গোলসংখ্যা নিয়ে যান ১১-তে।
আরও পড়ুন … BPL 2024-25 Final: ওপেনিং জুটিতে রেকর্ড গড়েও হারল চিটাগং কিংস, ৩ উইকেটে জিতে শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল
থিয়াগো তাঁর বাবার মতোই দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেন। থিয়াগো মেসির জন্ম ২ নভেম্বর ২০১২ সালে। তার আরও দুই ভাই রয়েছে। তার বাবা লিওনেল মেসি এবং মা আন্তোনেলা রোকুজ্জো ২০০৯ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
আরও পড়ুন … এ যেন রাঁচির নতুন সেল্ফি জোন! সামনে এল ধোনির বাসভবনের নতুন রূপের ছবি
ভারতে আসছেন লিওনেল মেসি!
এদিকে, ভারতীয় ভক্তদের জন্যও রয়েছে দারুণ খবর। এ বছর মেসির ভারত সফরের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান কোঝিকোড়ের এক অনুষ্ঠানে ঘোষণা করেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সাত দিন মেসি কেরালায় থাকবেন। শুধু প্রীতি ম্যাচ খেলাই নয়, তিনি একটি পাবলিক মঞ্চে বিশ মিনিটের জন্য উপস্থিত থাকবেন, যেখানে সকলেই তাকে দেখতে পারবেন।’
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: ইডেন কখনও আমায় খালি হাতে ফেরায়নি- এখানেই ফর্ম ফিরে পাবেন, সূর্যকুমার যাদবের বিশ্বাস
এর আগে একবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন মেসি। বর্তমানে তিনি মেজর লিগ সকারে কেরিয়ারের শেষ পর্যায়ে সময় কাটাচ্ছেন। তার অর্জনের ঝুলিতে রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ৮টি ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার এবং ৪৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১২টি বিগ ফাইভ লিগ ট্রফি, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি কোপা আমেরিকা এবং ১টি বিশ্বকাপ।
তিনি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে নেতৃত্ব দিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, এবং এরপরই হয়তো তিনি অবসর ঘোষণা করতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।