সন্ধ্যায় বড়দের কলকাতা ডার্বি। আর বেলার ছোট ডার্বিতে বাজিমাত করল মোহনবাগান সুপার জায়ান্ট। পিছিয়ে পড়েও কল্যাণীতে রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের (অনূর্ধ্ব-১৫ পর্যায়) গ্রুপ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। জোড়া গোল করে মোহনবাগানকে জেতান রাজদীপ পাল। অতিরিক্ত সময় জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে দেন নুনের ছিটে। কারণ মোহনবাগান সমতা ফেরানোর পরে ইস্টবেঙ্গল একটি পেনাল্টি ফস্কে দেয়। সেখান থেকে হেরে মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে।
দীর্ঘক্ষণ এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, কামব্যাক মোহনবাগানের
অথচ শনিবার কল্যাণীতে প্রথমে গোলটা করে ইস্টবেঙ্গল। অনেকক্ষণ এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। তারপর মোহনবাগানকে সমতায় ফেরান রাজদীপ। অতিরিক্ত সময়ের তাঁর গোলেই রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের ছোটদের কলকাতার ডার্বিতে বাজিমাত করে মোহনবাগান। ২-১ গোলে জিতে যায় সবুজ-মেরুন ব্রিগেড। যে মোহনবাগানের অনূর্ধ্ব-১৭ দলও আজ জিতেছে। ১-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাডামাস অ্যাকাডেমিকে। আর তার ফলে টানা তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন: ISL 2024-25 MB vs EB: কলকাতা ডার্বি সবসময় কঠিন হয়, ইস্টবেঙ্গল চ্যালেঞ্জ দেবেই- সতর্ক মোহনবাগানের কোচ
গুয়াহাটির মাঠে কত লোক হবে? রয়েছে ধন্দ
অর্থাৎ সন্ধ্যার ডার্বির আগে মোহনবাগান শিবিরে জোড়া সুখবর এসেছে। সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেডের হোম ম্যাচ হলেও কলকাতায় ডার্বি আয়োজন করা যায়নি। সেই পরিস্থিতিতে গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা ডার্বি।
আর সেখানে মাঠ কতটা ভরতি হবে, তা নিয়ে ধন্দ আছে। 'রক্তে আমার মোহনবাগান', 'প্রবাসে ইস্টবেঙ্গল'-র মতো বিভিন্ন ফ্যানক্লাবের সদস্য গুয়াহাটিতে গেলেও কলকাতায় ডার্বি হলে মাঠের পরিবেশ যেরকম থাকত, আজ সেরকম যে থাকবে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আগেও কলকাতা ডার্বি হয়েছে গুয়াহাটিতে
যদিও এই প্রথমবার গুয়াহাটিতে কলকাতা ডার্বি হচ্ছে না। ১৯৯৬ সালের বরদলুই ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ২-১ গোলে জিতেছিল মোহনবাগান। আবার ২০০৯ সালের ফেডারেশন কাপের সেমিফাইনালে বাজিমাত করেছিল ইস্টবেঙ্গল। ২-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। তারপর ফেডারেশন কাপও জিতেছিল লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: East Bengal FC: টুরিস্ট গাইডের কাজ করে ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ শেরিংয়ের, সুযোগ পেল ইস্টবেঙ্গলে
এবার অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে, তখন পরিস্থিতি অনেকটাই আলাদা। কারণ আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহনবাগান। ১৪টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ৩২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে। আর ইস্টবেঙ্গল আছে ১১ নম্বরে। ১৪ ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। কিন্তু ডার্বি আর কবে সেই পয়েন্ট তালিকা বা সাম্প্রতিক ফর্ম দেখে হয়েছে। ডার্বির লড়াইটা একেবারেই অন্যরকম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।